Monday, August 25, 2025

বিনামূল্যে শিক্ষা- স্বাস্থ্য পরিষেবা খয়রাতি নয়, পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে জানালো আপ

Date:

ভোটের আগে রাজনৈতিক দলগুলো বিনামূল্যে বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি দেয়, তার নেতিবাচক প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে, কখনও কখনও সেটা অর্থনৈতিক দুরবস্থার কারণও হয়ে দাঁড়ায়- সুপ্রিম কোর্টে (Supreme Court) এমন বক্তব্যই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।

এই খয়রাতি গুরুতর অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করতে পারে, সে ব্যাপারে কেন্দ্রের সঙ্গে একমত সুপ্রিম কোর্টও (Supreme Court)।এই খয়রাতির প্রবণতাকে বিপজ্জনক বলে উল্লেখ করেছিল।
সেই বক্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করল আম আদমি পার্টি।
আপের বক্তব্য, প্রান্তিক মানুষের উন্নতির জন্য কোনও পদক্ষেপ করা হলে তাকে ‘খয়রাতি’ তকমা দেওয়া উচিত নয়। পিটিশনে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের (Indian Constituition) নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে, সকল মানুষের জন্য ন্যূনতম সুযোগ সুবিধার ব্যবস্থা থাকা উচিত।

এরই পাশাপাশি আপের সাফ বক্তব্য, খয়রাতি নিয়ে যদি তদন্ত করতেই হয়, তাহলে মন্ত্রী, বিধায়ক, সাংসদদের প্রাপ্য নিয়ে আলোচনা করা উচিত। ভারতের অর্থনীতিতে ভাঙনের কথা আলোচনা করতে হলে রাজনীতিকদের কী দেওয়া হয়, সেদিকেও নজর রাখতে হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা দেওয়াকে খয়রাতি বলা যায় না। মানুষের প্রতি সরকারের কর্তব্য এটা।” এই মামলার পরবর্তী শুনানি ১১ অগাস্ট। আপের এই যুক্তির বিপক্ষে দেশের সর্বোচ্চ আদালত কি বলে সেদিকেই নজর গোটা দেশের।

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version