অভিনব উদ্যোগ কলকাতা মেট্রোর (Kolkata Metro)। জনসংযোগ বাড়াতে এবার রাখিবন্ধনকে হাতিয়ার করছে মেট্রো কর্তৃপক্ষ। ১১ অগাস্ট, বৃহস্পতিবার বিভিন্ন মেট্রো স্টেশনে (Station) যাত্রীদের হাতে রাখি বাঁধা হবে। নতুন রুট শিয়ালদহ, করুণাময়ীর পাশাপাশি দমদম, শ্যামবাজার, সেন্ট্রাল,এসপ্ল্যানেড, ময়দান, কালীঘাট এবং কবি নজরুলের মতো স্টেশনেও এই উৎসবের আয়োজন করা হবে। কলকাতা মেট্রো এবং ব্র্যান্ডিং পার্টনার বেসরকারি একাধিক সংস্থা এই উৎসবের আয়োজন করছে। রাখি পরানোর সঙ্গে হবে মিষ্টিমুখও। বিলি করা হবে প্রায় এক হাজার লাড্ডু।
যাত্রীদের সঙ্গে মেট্রো রেলওয়ে (Railways) সম্পর্ক আরো উন্নত করতেই এই উৎসবের আয়োজন। মেট্রোর কর্মীরা যাত্রীদের হাতে রাখি পরিয়ে দেবেন। মেট্রোর তরফে রাখি বিতরণ করাও হবে। সেই রাখিই যাত্রীরা একে অপরকে পরিয়ে দিতে পারবেন। যাত্রীদের মধ্যে সৌভ্রাতৃত্ব সুদৃঢ় করতেই এই উদ্যোগ কলকাতা মেট্রোও।