Sunday, August 24, 2025

বিয়ের দিনেও এল না বরের পোশাক, কু-যুক্তিতে দায় এড়াল ক্যুরিয়ার সংস্থা

Date:

এ কেমন কাণ্ড! বিয়ের দিন বরের পোশাক (Wedding dress) বিভ্রাট? ওদিকে লগ্ন যে বয়ে যায়। শেষমেষ অন্য পোশাকে বিয়ে (Wedding)করতে হল। কিন্তু আসল পোশাক গেল কই? ক্যুরিয়ার সংস্থার (Courier service) উত্তর, অ্যাক্ট অফ গড (Act of God) !

প্রিয় বন্ধুর বিয়ে বলে কথা,তাই সাধ করে স্পেশাল ডিজাইন করে বন্ধুর জন্য বিয়ের পোশাক কিনে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুতে (Bengaluru) পাঠিয়েছিলেন সিদ্দেশা (Siddesha) নামের এক ব্যক্তি। কিন্তু না, নভেম্বরে পাঠান পোশাক ডিসেম্বরেও পৌঁছল না এক শহর থেকে অন্য শহরে। এমনকী বিয়ের দিনও বর সেই পোশাক পরতে পারলেন না। ক্যুরিয়ার সংস্থাকে জিজ্ঞাসা করলে উল্টোপাল্টা যুক্তি দিয়ে দায় এড়াচ্ছেন তারা। অগত্যা অতিরিক্ত জেলা গ্রাহক সুরক্ষা কমিশনে অভিযোগ করেন ওই ব্যক্তি। সেই মামলা গড়ায় আদালত পর্যন্ত। এবার রায় ঘোষণা করে বেসরকারি ওই ক্যুরিয়ার সংস্থাকে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা করল বেঙ্গালুরুর একটি আদালত। গোটা বিষয়টিতে তাদের কোনও হাত নেই, এটি ‘ভগবানের ইচ্ছে’ (অ্যাক্ট অফ গড) বলে দায় এড়িয়ে গেছিল ক্যুরিয়ার সংস্থাটি। কোনও রকম ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করা হয় তাদের তরফে। এর পরই সংস্থার বিরুদ্ধে মামলা করেন ওই ব্যক্তি। সম্প্রতি কমিশন জানিয়েছেন, পোশাকটির বাজারদর ছিল ১১ হাজার ৪৯৫ টাকা। ওই ক্যুরিয়ার সংস্থাকে পোশাকের পুরো দাম সঙ্গে ১০ শতাংশ সুদও দেওয়ার কথা বলেছে আদালত। এখানেই শেষ নয়, ক্ষতিপূরণ বাবদ ২৫ হাজার টাকা ও মামলার খরচবাবদ ১০ হাজার টাকাও দিতে হবে ওই সংস্থাকে।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version