Sunday, May 4, 2025

আদিবাসীদের অধিকার অব্যাহত থাকবে: বিশ্ব আদিবাসী দিবসে টুইট মুখ্যমন্ত্রীর

Date:

আজ ৯ অগাস্ট, বিশ্ব আদিবাসী দিবস৷ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে আদিবাসীদের অবদান অনস্বীকার্য৷ তাঁদের অবদানকে স্বীকৃতি দিতেই ৯ অগাস্ট দিনটিকে বেছে নেওয়া হয়েছে৷ বিশ্ব আদিবাসী দিবসে শুভেচ্ছা বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আদিবাসী দিবস উদযাপনের ডাক দিয়ে টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আসুন আমরা সকল আদিবাসী সম্প্রদায়কে সমাজ ও পরিবেশে তাদের যে অমূল্য অবদান রয়েছে তা স্বীকার করি এবং সমর্থন করি। পশ্চিমবঙ্গ সরকার সর্বদা শিক্ষাশ্রী, জয় জোহর, চা সুন্দরী, লক্ষ্মীর ভাণ্ডার এবং আদিবাসী উন্নয়ন অধিদপ্তর তৈরির মতো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করেছে। তাদের সম্মান এবং তাদের অধিকার রক্ষা অব্যাহত থাকবে।”

প্রতি বছর ৯ অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস হিসেবে উদযাপন করা হয়। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বলা হয়, ৯ অগাস্ট দিনটিকে আদিবাসীদের দিন হিসেবে পালন করা হবে। ১৯৮২ সালে জেনেভায় রাষ্ট্রসংঘের আদিবাসীদের ওপর ওয়ার্কিং গ্রুপ দিনটিকে স্বীকৃতি দিয়েছিল। সিদ্ধান্ত হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আদিবাসীরা এই দিনটিকে উপযাপন করতে পারবেন৷

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version