Saturday, May 3, 2025

বর্ষসেরা পুরুষ ফুটবলার সুনীল ছেত্রী, মহিলা ফুটবলার মনীষা কল্যাণ

Date:

২০২১-২২ মরশুমের বর্ষসেরা পুরুষ ফুটবলার হলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ( Sunil Chhetri)। মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) তরফ থেকে ঘোষণা করা হয় ২০২১-২২ বর্ষসেরা পুরস্কারপ্রাপ্ত বিজয়ীদের নাম। সেখানেই দেখা যায় বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন সুনীল ছেত্রী। ওপর দিকে মহিলা বর্ষসেরা ফুটবলার হয়েছেন মনীষা কল্যাণ। পুরুষ জাতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ এবং মহিলা জাতীয় দলের হেড কোচ থমাস ডেনারবি বিজয়ী ফুটবলারদের বেছেছেন।

সুনীল বর্ষসেরা ফুটবলার হওয়ায়, এই নিয়ে ইগর স্টিম্যাচ বলেন, “সুনীল আমাদের সর্বোচ্চ গোল সংগ্রাহক। পাঁচটি গোল করেছেন এবং সাফ কাপে টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন। এরপর এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে তিন ম্যাচে চার গোল করেছেন সুনীল। ওনার উদ্যম, নেতৃত্ব, শৃঙ্খলা ও পরিশ্রম, খারাপ ও ভালো সময়ে উঠে এসেছে।”

ওপর দিকে মহিলা বর্ষসেরা ফুটবলার হয়েছেন মনীষা কল্যাণ। গত মরশুমে সেরা উঠতি খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন মনীশা। মনীশাকে নিয়ে মহিলা দলের হেডকোচ থমাস ডেনারবি বলেন, “মনীষা জাতীয় দল ও ক্লাবের হয়ে অসাধারণ কিছু পারফর্মেন্স করেছেন। ও গোল করেে, এবং নিয়মিত অ্যাসিস্ট প্রদান করে। দুর্দান্ত স্পিড ও ড্রিবলিং। ওর মধ্যে ক্ষমতা রয়েছে ভবিষ্যতে আরও বড় লিগে খেলার। ও এখনও তরুণী, এবং এখনও উন্নতি করছে।”

এদিকে সেরা পুরুষ উঠতি ফুটবলার হিসেবে মনোনীত হয়েছেন ফরোয়ার্ড বিক্রম প্রতাপ সিং। মুম্বই সিটি এফসির হয়ে গত আইএসএলে তিনটি গোল করেছিলেন তিনি। এবং সেরা মহিলা উঠতি ফুটবলার সম্মান পাচ্ছেন মার্টিনা থোকচোম।বর্ষসেরা রেফারি হিসেবে সম্মানিত হয়েছেন ক্রিস্টাল জন। এবং বর্ষসেরা সহকারী রেফারির তকমা পেয়েছেন উজ্জ্বল হালদার।

আরও পড়ুন:‘অনেক দিন ধরে এই দিনটার জন্যে অপেক্ষা করছিলাম’, সোনা জয়ের পর বললেন সিন্ধু

 

 

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version