Thursday, November 13, 2025

‘অনেক দিন ধরে এই দিনটার জন্যে অপেক্ষা করছিলাম’, সোনা জয়ের পর বললেন সিন্ধু

Date:

অবশেষে স্বপ্নপূরণ। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনার পদক জয় করেছেন পিভি সিন্ধু (PV Sindhu)। আর সোনা জয়ের পর উচ্ছসিত টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) পদক জয়ী ভারতীয় শাটলার। তিন বারের চেষ্টা, ১৩ বছরের কঠোর পরিশ্রমের পর, অবশেষে গলায় সোনার পদক। এই পদক পেয়ে সিন্ধু বললেন, অনেক দিন ধরে এই দিনটার জন্যে অপেক্ষা করছিলাম।

কমনওয়েলথ গেমসে সোনার পদক জয়ের পর ভারতীয় তারকা শাটলার বলেন,” অনেক দিন ধরে এই দিনটার জন্যে অপেক্ষা করছিলাম। প্রচণ্ড খুশি। অবশেষে সোনা জিততে পেরেছি। আত্মবিশ্বাস বাড়াতে খুব দরকার এই ছিল সোনার পদক জেতাটা। এই দিনটার জন‍্য অপেক্ষা করেছি অনেক দিন ধরে। ব্যক্তিগত ভাবে খুবই ভাল গিয়েছে এবারের কমনওয়েলথ গেমস।”

বাড়ি ফিরেই এই পদক মা বাবার হাতে তুলে দেবেন বলে জানান সিন্ধু। এই নিয়ে অলিম্পিক্সে পদক জয়ী শাটলার বলেন,” বাড়ি গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে উৎসব করব। বাবা-মার সঙ্গে আনন্দ করব। প্রচণ্ড সমর্থন করেছেন ওনারা আমাকে। এই ম্যাচ দেশে বসেই দেখতে হয়েছে ওনাদের। আমার জন্য যে কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতা দেখিয়েছেন ওনারা, তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়।”

তবে এখানেই থামতে রাজি নন পিভি সিন্ধু। ২০২২ কমনওয়েলথ গেমসে সোনার পদক জেতার পরই পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন তিনি। এই নিয়ে সিন্ধু বলেন,” বিশ্ব চ্যাম্পিয়নশিপেও নিজের সেরাটা দেওয়ার জন্যে মুখিয়ে রয়েছি। আপাতত এই মুহূর্তটা উপভোগ করতে চাই। সামান্য বিরতি দরকার যাতে আরও শক্তিশালী হয়ে ফিরতে পারি। কিছুদিন বিশ্রাম নিয়ে আবার অনুশীলনে নেমে পড়ব পরবর্তী লক্ষ‍্যের জন‍্য।”

আরও পড়ুন:শেষ কমনওয়েলথ গেমস, ভারতের ঝুলিতে কত গুলি পদক? একনজরে দেখে নেওয়া যাক

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version