Sunday, November 2, 2025

রিচার্ড সিলেসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের

Date:

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অবশেষে সেটাই হচ্ছে। রিচার্ড সেলিসকে(Richard Celis) ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল(Eastbengal)। তাঁর খেলা নিয়ে লাল-হলুদ ম্যানেজমেন্ট একেবারেই সন্তুষ্ট নয়। ইতিমধ্যেই নতুন দল গড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। সেখানেই আর লাল-হলুদের পরিকল্পনায় নেই ভেনেজুয়েলার এই ফুটবলার। এবারের আইএসএলের(ISL) মাঝপথেই ভেনেজুয়েলার এই তরুণ ফুটবলারকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। অস্কার ব্রুজোঁরও(Oscar Bruzon) পছন্দের তালিকায় নেই রিচার্ড সেলিস। শেষপর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিল লাল-হলুদ ম্যানেজমেন্ট।

এবারের আইএসএল(ISL) চলার মাঝেই ভেনেজুয়েলার রিচার্ড সেলিসকে(Richard Celis) নিয়ে এসেছিল লাল-হলুদ ব্রিগেড। যদিও তাঁর সঙ্গে এক বছরের চুক্তিই করেছিল ইস্টবেঙ্গল(Eastbengal) ম্যানেজমেন্ট। শুরু থেকেই কুঁচকিতে একটা চোট নিয়ে এসেছিলেন তিনি। মাঠে নেমে অবশ্য কয়েকটা ম্যাচে ভাল পারফরম্যান্স দেখালেও, এরপরই তাঁর ফর্ম পড়তে থাকে। বেশিরভাগ ম্যাচেই অতিরিক্ত স্কীল দেখাতে গিয়ে দলের গতি স্লো করে দেওয়ার পাশাপাশি সুযোগ তৈরি করতে না পারা নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন রিচার্ড সেলিস(Richard Celis)।

তাঁকে ছেড়ে দেওয়ার কথা প্রাক্তন থেকে বিশেষজ্ঞ সকলের মুখেই বারবার শোনাযাচ্ছিল। এমনকি কোচ অস্কার ব্রুজোঁও(Oscar Bruzon) যে খুব একটা তাঁর পারফরম্যান্সে খুশি ছিলেন না সেই ইঙ্গিতও বারবার দিয়েছিলেন। আইএসএলের পর সুপার কাপই ছিল ইস্টবেঙ্গলের ফুটবলারদের কাছে শেষ সুযোগ। সেখানেও চূড়ান্ত ব্যর্থ রিচার্ড সেলিস। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে বিশ্রীভাবে হেরে ছিটকে গিয়েছিল ইস্টবেঙ্গল।

এরপরই সেলিসকে ছাড়া নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। শোনাযাচ্ছে রিচার্ড সেলিসকে ছাড়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তাঁকে হয়ত এই কথা জানিয়েও দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারীভাবে সেই কথা ইস্টবেঙ্গলের তরফে ঘোষণা করা হয়নি। তবে সেলিস চ্যাপ্টার ইস্টবেঙ্গলে শেষ। নতুন মরসুমের জন্য এখন থেকেই ভালো ফুটবলার খোঁজ শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলে।

Related articles

SIR আবহে প্রকাশিত ‘আমি কী নাগরিক?’, বিজেপির পর্দাফাঁস ব্রাত্যর

রাজ্যের শিক্ষামন্ত্রী ও বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসুর (Bratya Basu) হাতে রবিবার প্রকাশিত হলো নাগরিকত্ব, দেশভাগ ও সাংবিধানিক অধিকার...

বেঙ্গালুরুতে সিগন্যাল ভেঙে ছুটল অ্যাম্বুল্যান্স, মৃত ২

বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় সিগন্যাল ভেঙে ছুটল একটি অ্যাম্বুল্যান্স। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। সামনে দাঁড়িয়ে...

SIR-এর ছদ্মবেশে NRC! বৈধ ভোটারের ভোটাধিকার কাড়ার বিরুদ্ধে গর্জে উঠে গণমঞ্চ

রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই টানা আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ দেশ বাঁচাও গণমঞ্চের। সেখানেই কেন্দ্রের সরকারের এসআইআর (SIR)...

ক্রিকেটের একটি ফর্ম্যাট থেকে অবসর, কোন দুই ফর্ম্যাটে খেলবেন উইলিয়ামসন?

গত বছরই  টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে ছিলেন বিরাট কোহলি, এবার  করলেন তাঁর বন্ধু কেন উইলিয়ামসন(Kane Williamson...
Exit mobile version