Monday, November 3, 2025

রিচার্ড সিলেসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের

Date:

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অবশেষে সেটাই হচ্ছে। রিচার্ড সেলিসকে(Richard Celis) ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল(Eastbengal)। তাঁর খেলা নিয়ে লাল-হলুদ ম্যানেজমেন্ট একেবারেই সন্তুষ্ট নয়। ইতিমধ্যেই নতুন দল গড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। সেখানেই আর লাল-হলুদের পরিকল্পনায় নেই ভেনেজুয়েলার এই ফুটবলার। এবারের আইএসএলের(ISL) মাঝপথেই ভেনেজুয়েলার এই তরুণ ফুটবলারকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। অস্কার ব্রুজোঁরও(Oscar Bruzon) পছন্দের তালিকায় নেই রিচার্ড সেলিস। শেষপর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিল লাল-হলুদ ম্যানেজমেন্ট।

এবারের আইএসএল(ISL) চলার মাঝেই ভেনেজুয়েলার রিচার্ড সেলিসকে(Richard Celis) নিয়ে এসেছিল লাল-হলুদ ব্রিগেড। যদিও তাঁর সঙ্গে এক বছরের চুক্তিই করেছিল ইস্টবেঙ্গল(Eastbengal) ম্যানেজমেন্ট। শুরু থেকেই কুঁচকিতে একটা চোট নিয়ে এসেছিলেন তিনি। মাঠে নেমে অবশ্য কয়েকটা ম্যাচে ভাল পারফরম্যান্স দেখালেও, এরপরই তাঁর ফর্ম পড়তে থাকে। বেশিরভাগ ম্যাচেই অতিরিক্ত স্কীল দেখাতে গিয়ে দলের গতি স্লো করে দেওয়ার পাশাপাশি সুযোগ তৈরি করতে না পারা নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন রিচার্ড সেলিস(Richard Celis)।

তাঁকে ছেড়ে দেওয়ার কথা প্রাক্তন থেকে বিশেষজ্ঞ সকলের মুখেই বারবার শোনাযাচ্ছিল। এমনকি কোচ অস্কার ব্রুজোঁও(Oscar Bruzon) যে খুব একটা তাঁর পারফরম্যান্সে খুশি ছিলেন না সেই ইঙ্গিতও বারবার দিয়েছিলেন। আইএসএলের পর সুপার কাপই ছিল ইস্টবেঙ্গলের ফুটবলারদের কাছে শেষ সুযোগ। সেখানেও চূড়ান্ত ব্যর্থ রিচার্ড সেলিস। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে বিশ্রীভাবে হেরে ছিটকে গিয়েছিল ইস্টবেঙ্গল।

এরপরই সেলিসকে ছাড়া নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। শোনাযাচ্ছে রিচার্ড সেলিসকে ছাড়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তাঁকে হয়ত এই কথা জানিয়েও দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারীভাবে সেই কথা ইস্টবেঙ্গলের তরফে ঘোষণা করা হয়নি। তবে সেলিস চ্যাপ্টার ইস্টবেঙ্গলে শেষ। নতুন মরসুমের জন্য এখন থেকেই ভালো ফুটবলার খোঁজ শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলে।

Related articles

ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ভোরবেলায় মহিলাকে লক্ষ্য করে গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়াল হরিদেবপুর এলাকায়। গুলিবিদ্ধ মহিলাকে দ্রুত পরিবারের লোকেরা এমআর বাঙুর...

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।...

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...
Exit mobile version