Sunday, November 2, 2025

বর্ষসেরা ফুটবলার শুভাশিস, গোলকিপারের পুরস্কার বিশাল কাইথের

Date:

আইএসএলে দ্বিমুকুট জয়ী মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। সেখানেই সবুজ-মেরুন ব্রিগেডের সাফল্যের অন্যতম নেপথ্য কারিগড় শুভাশিস বসু(Shubhasish Bose) এবং বিশাল কাইথ(Vishal Kaith)। তারই সম্মান উঠল দুজনের হাতে। ফেডারেশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু(Shubhasish Bose)। সেইসঙ্গেই বর্ষসেরা গোলকিপারের পুরস্কারও উঠল বিশাল কাইথের(Vishal Kaith) হাতেই। আর তাতেই আপ্লুত মোহনবাগান সমর্থকরা। প্রিয় ফুটবলারদের পুরস্কার পাওয়ার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে নেমেছে শুভেচ্ছা বার্তার ঢল।

এবারের আইএসএলে শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেখানেই মোহনবাগান অধিনায়ক শুভাশিস যেমন রক্ষণে ভরসা যুগিয়েছেন, তেমনই মোহনবাগানের আক্রমণেও শক্তি যুগিয়েছেন তিনি। আইএসএলের মঞ্চে নতুন ইতিহাস তৈরি করেছেন শুভাশিস বসু। এবারের গোটা আইএসএলে ৬টি গোল করেছেন এই তারকা ফুটবলার। যা এখনও পর্যন্ত কোনও ডিফেন্ডারের ঝুলিতে নেই। এছাড়া রক্ষণেও বারবার মোহনবাগানকে ভরসা যুগিয়েছেন শুভাশিস। তারই প্রতিদান পেলেন এবার। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও উঠল তাঁর হাতে।

একইসঙ্গে মোহনবাগানের আরও এক তারকা বিশাল কাইথের হাতেই উঠল সেরা গোলকিপারের পুরস্কার। আইএসএলের মঞ্চে মোহনবাগানকে বারবার কঠিন পরিস্থিতি থেকে বাঁচিয়েছেন বিশাল কাইথ। বিশেষ করে পেনাল্টিতে মোহনবাগানের ত্রাতা হয়ে বারবারই উঠে এসেছেন তিনি। এমনকি এবারের আইএসএলে সর্বোচ্চ ক্লিনশিট রাখারও রেকর্ড রয়েছে বিশাল কাইথেরই। বিশালের বিশ্বস্ত হাতই বারবার ভরসা যুগিয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। বিশালই হল এবার সেরা গোলকিপার।

Related articles

বেঙ্গালুরুতে সিগন্যাল ভেঙে ছুটল অ্যাম্বুল্যান্স, মৃত ২

বেঙ্গালুরুর (Bengaluru) রাস্তায় সিগন্যাল ভেঙে ছুটল একটি অ্যাম্বুল্যান্স। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ২ জনের। সামনে দাঁড়িয়ে...

SIR-এর ছদ্মবেশে NRC! বৈধ ভোটারের ভোটাধিকার কাড়ার বিরুদ্ধে গর্জে উঠে গণমঞ্চ

রাজ্যে এসআইআর ঘোষণার পর থেকেই টানা আত্মহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ দেশ বাঁচাও গণমঞ্চের। সেখানেই কেন্দ্রের সরকারের এসআইআর (SIR)...

ক্রিকেটের একটি ফর্ম্যাট থেকে অবসর, কোন দুই ফর্ম্যাটে খেলবেন উইলিয়ামসন?

গত বছরই  টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে ছিলেন বিরাট কোহলি, এবার  করলেন তাঁর বন্ধু কেন উইলিয়ামসন(Kane Williamson...

বাংলাকে কালি মাথাতে গিয়ে পোল খুলল বেহাল আমেদাবাদের: ডিলিট BJP-র পোস্ট!

অপপ্রচারের রাজনীতি বিজেপির স্বতঃসিদ্ধ। একাধিক ঘটনায় এই অপপ্রচার করতে গিয়ে দলের মুখ পুড়িয়েছে বিজেপির আইটি সেল (IT cell)।...
Exit mobile version