Friday, November 14, 2025

অনুপ্রেরণা ‘শোলে’! বিভিন্ন দাবিতে জলের ট্যাঙ্কে চড়লেন ৬ ছাত্রছাত্রী

Date:

Share post:

দাবি মানতে হবে। তবেই নামবেন জলের ট্যাঙ্ক (Overhead Tank) থেকে। নাহলে এক লাফ! শুনতে আবাক লাগলেও এটাই সত্যি। ছাত্র নির্বাচনের (Student Union Election) দিনক্ষণ পিছিয়ে দেওয়ার দাবিতে রাজস্থান ইউনিভার্সিটির (Rajasthan University) জলের ট্যাঙ্কে চড়েন হলেন পাশেরি মহারানি কলেজের ৩ ছাত্র নেতা। প্রায় ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে চলছে এই বিক্ষোভ এমনটাই পুলিশ সূত্রে খবর। ছাত্র নেতাদের বুঝিয়ে ট্যাঙ্ক থেকে নীচে নামার অনুরোধ জানাচ্ছে পুলিশ। তবে শুধু কথার কথাতেই যে চিঁড়ে ভিজবে না সেকথা সাফ জানিয়েছেন ছাত্র নেতারা। রাজস্থান সরকার (Rajasthan Govt) কোনওভাবেই নির্বাচনের দিন পিছবে না বলে জানিয়ে দিয়েছে। তারপরই ছাত্র নেতাদের নাছোড় মনোভাব।

তবে এখানেই শেষ নয়। এ তো সবে শুরু। শুধু ৩ ছাত্র নেতার দাবিদাওয়াই নয়। সিনিয়রদের দেখানো পথেই কলেজ চত্বরে অবিলম্বে ব্যাঙ্ক, জিম ও এটিএম তৈরির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে ৩ ছাত্রীও। ছাত্রীদের অভিযোগ কলেজে পর পর ক্লাস থাকে। টাকা জমা দেওয়া বা ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজই কলেজ থেকে বেরিয়ে করার সময় থাকে না। এটিএমের দাবিও সেই কারণেই। এছাড়া দীর্ঘক্ষণ তাঁদের কলেজে বসে একের পর এক ক্লাস করতে হয়। শরীরচর্চার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই জিমের দাবি তোলেন ছাত্রীরা। পরে কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে ঘণ্টা তিনেকের মধ্যে পরিস্থিতি আয়ত্তে আসে বলে জানিয়েছে পুলিশ।

২৬ অগাস্ট রাজস্থানে (Rajasthan) ছাত্র সংসদের নির্বাচন, ২৭ অগাস্ট ফলাফল ঘোষণার দিন ধার্য করা হয়েছে। আর এমন নির্দেশিকা জারির পরই যে যার দাবি নিয়ে ময়দানে নেমেছে। কেউ ভাবছে ছাত্র নির্বাচনকে সামনে রেখে যদি কলেজে ব্যাঙ্ক, এটিএম বা জিমের মতো তিনি তিনটি সুবিধা হাতিয়ে নেওয়া যায়। আবার কেউ ভাবছে এত তাড়াতাড়ি নির্বাচনের দিন ঘোষণা হলে আখেরে ক্ষতিই হবে তাঁদের। সে কারণে নির্বাচন পিছনোর দাবিতে শুরু হয়েছে অভিনব বিক্ষোভ প্রদর্শন।

জয়পুরের কলেজের (Maharani College) ছাত্রছাত্রীদের এমন দৃশ্য মনে করিয়ে দিয়েছে রিল লাইফের ধর্মেন্দ্রকে। ১৯৭৫ সালে ‘শোলে’ (Sholay) চলচ্চিত্রে পরিচালক রমেশ সিপ্পির চিত্রনাট্য যেন উস্কে দিল প্রায় ৪৭ বছরের পুরানো স্মৃতি। তবে সিনেমায় যেভাবেই হোক বাসন্তীকে বিয়ে করার জন্য ট্যাঙ্কে উঠে মোক্ষম চাল চেলেছিলেন বীরু। কিন্তু জয়পুরে মহারানি কলেজে বিভিন্ন দাবিতে জলের ট্যাঙ্কে উঠে সুর চড়ালেন ৬ ছাত্রছাত্রী।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...