এমনটা কেউই কল্পনা করতে পারেনি। জিম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক তরুণী। শুরু হয় বুকে ব্যথা। এরপর ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীর সোনালি পার্ক এলাকায়। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয়েছে ওই তরুণীর। মৃত তরুণীর নাম ঋত্বিকা দাস। নিয়মিত বাড়ির কাছের একটি জিমে শরীর চর্চা করতে যেতেন তিনি। মঙ্গলবারও গিয়েছিলেন জিমে। জিম সূত্রে খবর, যাওয়ার পরই আচমকা বুকে ব্যথা অনুভব করেন ওই তরুণী। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসপাতালে। সেখানকার চিকিৎকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করে। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে স্পষ্ট হবে গোটা বিষয়টা।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন- ৫ বছরের জন্য নির্বাচিত হলে ৫ বছর পূর্ণ করুক: বিহারে সংকটের মাঝে বার্তা পিকের
