Thursday, August 28, 2025

নিয়োগ দুর্নীতিতে ১০০ এজেন্ট লাগিয়ে ছিলেন পার্থ, ইডিকে চাঞ্চল্যকর তথ্য অর্পিতার

Date:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। ঘুরপথে নিয়োগ করতে কমপক্ষে ১০০ জন এজেন্ট কাজে লাগিয়ে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পার্থ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ, পার্থর নির্দেশে এসএসসি দফতরের একেবারে সমান্তরাল একটি অফিস খুলেছিলেন তাঁর এজেন্টরা। যার সঙ্গে যোগাযোগ ছিল অনেক আধিকারিকদেরও। তাঁরাও পার্থ চট্টোপাধ্যায়ের অঙ্গুলিহেলনে কাজ করতেন।

অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের খাতা এসএসসি দফতর থেকে গোপনে বাইরে আনতেন পার্থর এই এজেন্টরা। সমান্তরাল অফিসে বসে সমস্ত কিছু খতিয়ে দেখে সেখান থেকে নতুন তালিকা তৈরি হতো। সেই তালিকা ফের এসএসসি অফিসে পাঠাতো এজেন্টরা। বিপুল টাকার লেনদেন করে অযোগ্য প্রার্থীদের এভাবে নিয়োগ চলতো। অর্পিতাকে জেরার মাধ্যমে এবার পার্থর এজেন্টদের তালিকা তৈরি করেছে ইডি। একে একে তাদের নোটিশ পাঠানোর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

গ্রুপ ডি, প্রাথমিক-উচ্চ প্রাথমিক থেকে শুরু করে নবম-দশম , একাদশ-দ্বাদশের নিয়োগে দুর্নীতি করার কাজ একেবারে কর্পোরেট কায়দায় পরিচালনা করতেন পার্থ চট্টোপাধ্যায়। টাকার বিনিময়ে নিয়োগের জন্য রাজ্যজুড়ে বাছাই করা বিশ্বস্ত এজেন্টদের কাজে লাগানো হয়েছিল।

আরও পড়ুন- ২০০০ সালে প্রথম, নজিরবিহীনভাবে ২২ বছরে অষ্টমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ
ইডির দাবি, মন্ত্রী হওয়ার ক্ষমতা বলে পার্থ ওই এজেন্টদের নিয়োগের সময় শিক্ষা দফতরের ভুয়ো পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এসএসসি অফিসেই বের করা হতো তার প্রিন্টআউট। এই কার্ড দেখিয়ে শিক্ষা দফতরে পার্থর সঙ্গে অনায়াসে সঙ্গে দেখা আসতো এজেন্টরা। নিজেদের শিক্ষা দফতরের আধিকারিক বলেও চাকরি প্রার্থীদের কাছে পরিচয় দিতো পার্থর এই এজেন্টরা।

তদন্তকারীরা জানতে পেরেছেন, সমান্তরাল অফিসে বসে কর্পোরেট কায়দায় অনুত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সঙ্গে মোটা অঙ্কের ডিল করতো পার্থর এজেন্টরা। পদ অনুসারে নির্দিষ্ট ছিল টাকার অঙ্ক। ডিল চূড়ান্ত হলে সেই তালিকা এসএসসি দফতরে পৌঁছে দিতো এজেন্টরা। সেই মতো তৈরি হতো নিয়োগ তালিকা। এভাবেই নিয়োগ দুর্নীতির মাধ্যমে এজেন্টদের দিয়ে কোটি কোটি টাকা তুলেছেন পার্থ, দাবি ইডির। এবার রহস্যের শিকড়ে পৌঁছতে সেই এজেন্টরা ইডি র‍্যাডারের তলায়। এই এজেন্টদের অনেকেই পার্থ ঘনিষ্ঠ নেতা বলেও জানতে পেতেছেন তদন্তকারীরা ইডির তালিকায় বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান ছাত্রযুবর নামে আছে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version