Thursday, December 18, 2025

রাখিবন্ধনের দিনেই হাতকড়া! অনুব্রতর গ্রেফতারিতে তীব্র কটাক্ষ দিলীপ-সহ বিরোধীদের

Date:

Share post:

একবার নয়, দু’বার নয়, পর পর ন’বার ৷ সিবিআই (CBI)-এর একের পর এক তলব এড়িয়ে অবশেষে সেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation)-এর জালেই ধরা পড়তে হল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷সিবিআই-এর পদক্ষেপে খুশি রাজ্যের বিরোধী রাজনৈতিক শিবির ৷ যদিও বিরোধী বিভিন্ন দলের অধিকাংশ নেতানেত্রীরই বক্তব্য হল, অনেক আগেই অনুব্রতকে গ্রেফতার করা উচিত ছিল৷ অনুব্রত মণ্ডলের খেলা শেষ, কটাক্ষ দিলীপ ঘোষ সহ বিরোধীদের।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘ রাখির দিনেই হাতকড়া। এই ধরনের নেতারা বাংলা সমাজকে কলুষিত করছে। এই ধরনের নেতারা যেন মোটেই জেলের বাইরে না থাকে।’ একই সঙ্গে ভোট পরবর্তী হিংসায় অনুব্রত মণ্ডলের বড় হাত রয়েছে বলেও এদিন অভিযোগ করেন দিলীপ ঘোষ।

সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) থেকে শুরু করে একই সুর শোনা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গলাতেও ৷বিকাশরঞ্জনের বক্তব্য হল, অনেক আগেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা উচিত ছিল (CPIM-Congress slams Anubrata)৷ সিবিআই দীর্ঘদিন ধরে গরুপাচার কাণ্ডের (West Bengal Cattle Smuggling Case) তদন্ত করছে ৷ অথচ, অন্যতম প্রধান অভিযুক্তকেই গ্রেফতার করা হচ্ছে না ৷ এতে তদন্তকারী সংস্থা তার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে ৷ তাই এই গ্রেফতারি জরুরি ছিল বলেও মনে করেন পেশায় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷

কংগ্রেসের অধীর চৌধুরী বলেন, “বাংলার মানুষ অনেক কেষ্টলীলা দেখেছে ৷ আর দেখতে চায় না ৷ এ বার এসব বন্ধ হওয়া দরকার ৷ অনুব্রত মণ্ডলের মতো মানুষ, যারা অন্যায় করেন, তাদের কপালে এসবই জোটে ৷ এদের কখনওই জেলের বাইরে রাখা উচিত নয় ৷ এতে সমাজ কলুষিত হয় ৷ এদের তাই ভিতরেই (জেলবন্দি) রাখা উচিত ৷ তাতে এদেরও ভালো ৷ বাকি সকলেরও ভালো ৷

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...