Wednesday, November 12, 2025

খাপ পঞ্চায়েত! সেন্ট জেভিয়ার্সে অধ্যাপিকার পোশাক বিতর্কে এবার কাঠগড়ায় কলেজ কর্তৃপক্ষই

Date:

যে খাপ পঞ্চায়েতের কথা ভিন রাজ্যের প্রত্যন্ত গ্রামে শোনা যায়, সেই ঘটনাই নাকি ঘটেছিল সেন্ট জেভিয়ার্স (St Xavier’s) বিশ্ববিদ্যালয়ে। ব্যক্তিগত পরিসরে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি পোস্ট (Post) করার জন্য রীতিমতো ঘিরে ধরে তাঁকে মৌখিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ করেছেন ওই অধ্যাপিকা। তাঁর সুইমিং কস্টিউম পরা ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলেন অধ্যাপিকা। আর তা বারবার নিজের মোবাইলে দেখছিল ছাত্র। অভিযোগ, তাতেই তাঁকে হেনস্থা করে সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন নেটিজেনদের একাংশ। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে জানিয়ে দেওয়া হয়েছে অধ্যাপিকা নিজেই চাকরি ছেড়ে দিয়েছিলেন।

এবার কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ তুললেন ওই অধ্যাপিকা। জানান, খাপ পঞ্চায়েতের ধাঁচে রেজিস্ট্রার অধ্যাপক আশিস মিত্রের উপস্থিতি অন্য অধ্যাপক-অধ্যাপিকার বসে তাঁকে রীতিমতো টিটকিরি দেন। আইনজীবী ঝুমা সেন জানান, এমন ন্যক্কারজনক ব্যবহারের পরেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিন্দুমাত্র লজ্জিত নয়। উল্টে তাঁর মক্কেলের পাঠানো আইনি নোটিসের জবাব দিয়েছেন নেহাত দায়সারাভাবে। প্রাক্তন অধ্যাপিকার অভিযোগ, ৯৯ কোটি টাকার মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। তিনিও মামলা লড়তে প্রস্তুত।

পূর্ব যাদবপুর থানা এলাকার ওই তরুণী গতবছর ৯ অগাস্ট সেন্ট জেভিয়ার্সে ইংরেজি বিভাগে অধ্যাপিকা হিসাবে যোগ দেন। ২মাস পরে ৭ অক্টোবর সকাল ১১ টায় সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাঁর কৌঁসুলিকে ফোন করেন। বিকেল ৪টে নাগাদ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে রেজিস্ট্রার অধ্যাপক আশিস মিত্র-সহ কমপক্ষে ৭ অধ্যাপক-অধ্যাপিকা উপস্থিত ছিলেন। খাপ পঞ্চায়েত বসিয়ে টানা দু’ঘণ্টা ওই অধ্যাপিকাকে মৌখিক ভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তাঁর সুইমিং কস্টিউম পরা ছবি দেখানোর আগে ঘরের মধ্যে থাকা সদস্যরা সেই ছবি নিয়ে রীতিমতো চর্চা করেন। তিনি প্রতিবাদ জানালেও কোনও লাভ হয়নি।

অধ্যাপিকার মতে, তিনি ইনস্টাগ্রামে যে ছবি দিয়েছিলেন, তা একান্ত ব্যক্তিগত। সেন্ট জভিয়ার্সের চাকরি ছেড়ে আপাতত একটি বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন ওই তরুণী। এবার যাঁরা তাঁকে হেনস্থা করেছেন তাঁদের শাস্তি চান তিনি।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version