Sunday, November 16, 2025

জেলায় স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদের সামনের সারিতে নিয়ে আসার নির্দেশ অভিষেকের

Date:

পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জেলা ধরে বৈঠক করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত থাকছেন জেলার বিধায়করাও।

শুক্রবার বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়ার জেলা নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি। সেখানে স্পষ্ট জানিয়ে দেন,
ব্যক্তিস্বার্থে নয়, যাঁরা ভালবেসে দল করবেন, দলের জন্য বেশি সময় দেবেন, তাঁদেরকেই দল আরও বেশি করে কাজে লাগাবে। এরই পাশাপাশি তাঁর নির্দেশ, জেলায় স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের সামনের সারিতে আনতে হবে। তাদের সংগঠনের কাজে বেশি করে ব্যবহার করতে হবে।
পঞ্চায়েত নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতেই তাঁর এই সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে তিনি ঠিক করেন দলের গাইডলাইনও।
শুক্রবার দু’দফায় বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়া জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা নেতৃত্বকে তাঁরা একগুচ্ছ নির্দেশ ও পরামর্শ দিয়েছেন। অন্যান্য জেলার মতো বাঁকুড়াতেও স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদের সংগঠনের কাজে লাগানোর বিষয়ে জোর দিতে বলেছেন। দলকে যাঁরা মনপ্রাণ দিয়ে ভালবেসে ব্যক্তিস্বার্থকে একপাশে সরিয়ে রেখে কাজ করবেন, তাঁদেরকে বেশি করে দলের কাজে লাগাতে বলা হয়েছে।
এমনকি এটা যে শুধু কথার কথা নয়, এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যে বিশেষ নজর রাখবেন সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে। নির্বাচনকে সামনে রেখে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, সরকারের কথা উন্নয়নের কথা বেশি করে প্রচার করতে। তাঁর নির্দেশ, বিজেপি যে অপপ্রচার করছে তার বিরুদ্ধে পাল্টা প্রচার করতে হবে। তিনি বলেছেন, মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে, তাদের ভুল ভাঙাতে হবে। দলে নতুন-পুরনোদের নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।
এদিন বাঁকুড়া জেলার বৈঠকে ছিলেন সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র-সহ জেলার অন্যান্য সাংগঠনিক নেতা-নেত্রী ও বিধায়করা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বৈঠকে ছিলেন সভাপতি অলোক মুখোপাধ্যায়-সহ জেলার গুরুত্বপূর্ণ নেতা-নেত্রী ও বিধায়করা।
আগামী পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া জেলায় বাড়তি নজর রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের। উন্নয়ন সত্ত্বেও জেলায় দলের ফল আশানুরূপ হয়নি। সেই বিষয়টি মাথায় রেখে অবিলম্বে দলের সাংগঠনিক শক্তি আরও বাড়ানোর জন্য পুরুলিয়া জেলা নেতৃত্বকে আরও বেশি করে পরিশ্রম ও মানুষের কাছে যেতে বলা হয়েছে। বিধানসভা নির্বাচনে পুরুলিয়ায় দলের ফল নিয়ে ইতিমধ্যেই বিশ্লেষণ করেছে শীর্ষ নেতৃত্ব। তাই পঞ্চায়েতে দলের ফল যাতে ভাল হয় সেদিকে জেলা নেতৃত্বকে অনেক বেশি করে নজর দিতে বলা হয়েছে। এদিন পুরুলিয়া জেলার তরফে বৈঠকে ছিলেন সভাপতি সৌমেন বেলথরিয়া, চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব। অভিষেকের সাফ বার্তা, আগামী আট নয় মাসের মধ্যে পঞ্চায়েত ভোট ধরে নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

 

Related articles

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...
Exit mobile version