Thursday, August 21, 2025

অনুব্রতকে সাদা কাগজে “বেডরেস্টে” লেখা চিকিৎসকের বাড়িতে CBI, বোলপুর হাসপাতাল সুপারকেও নোটিশ

Date:

সিবিআইয়ের (CBI) ডাকে সাড়া না দিয়ে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকে বোলপুরের বাড়িতে চলে গিয়েছিলেন। কেন্দ্রীয় এজেন্সি কড়া পদক্ষেপ নিতে পারে অনুমান করেই বোলপুর হাসপাতালের চিকিৎসক ডেকে স্বাস্থ্য পরীক্ষা করান। অনুব্রতর বাড়িতে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন বোলপুর হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী (Chandranath Adhikari)। তিনি সাদা কাগজে অনুব্রতকে “বেডরেস্টে”-এর পরামর্শ দিয়েছিলেন।

পরে অবশ্য চন্দ্রনাথবাবু বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর বক্তব্য ছিল, বোলপুর হাসপাতালের (Bolpur Hospital)  সুপার বুদ্ধদেব মুর্মুর (Buddhadeb Murmu) নির্দেশে অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়ে চিকিৎসা করেছিলেন তিনি। হাসপাতালের প্যাডও দেওয়া হয়নি। সাদা কাগজেই যাবতীয় পরামর্শ লিখতে হয় তাঁকে। তাঁর আরও দাবি, অনুব্রত মণ্ডলই তাঁকে ১৪দিনের ”বেডরেস্ট” লিখে দিতে বলেন। ইচ্ছা না থাকলেও এমন হেভিওয়েট নেতার কথা তিনি ফেলতে পারেননি। যাবতীয় ঘটনা হাসপাতাল সুপারকেও জানিয়ে ছিলেন চন্দ্রনাথবাবু। সেই কল রেকর্ডও প্রকাশ্যে আসে।

তারই মাঝে আজ, শুক্রবার সকালে আচমকা চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে হানা দেয় সিবিআইয়ের তিন সদস্যের একটি টিম। প্রায় তিনঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। সেদিন ঠিক কী কী ঘটেছিল? কার নির্দেশে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন? এদিন এমনই সব প্রশ্নের মুখোমুখি হতে হয় ডাঃ অধিকারীকে।

হাসপাতালের সুপার ডাঃ বুদ্ধদেব মুর্মুর সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ক্লিপও সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, বোলপুর হাসপাতালের সুপার ডাঃ বুদ্ধদেব মুর্মুকে সিবিআই নোটিস পাঠিয়েছে।

Related articles

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় প্রাইম টাইমে ৪ বাংলা ছবি, স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...
Exit mobile version