Wednesday, November 5, 2025

অনুব্রতকে সাদা কাগজে “বেডরেস্টে” লেখা চিকিৎসকের বাড়িতে CBI, বোলপুর হাসপাতাল সুপারকেও নোটিশ

Date:

সিবিআইয়ের (CBI) ডাকে সাড়া না দিয়ে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকে বোলপুরের বাড়িতে চলে গিয়েছিলেন। কেন্দ্রীয় এজেন্সি কড়া পদক্ষেপ নিতে পারে অনুমান করেই বোলপুর হাসপাতালের চিকিৎসক ডেকে স্বাস্থ্য পরীক্ষা করান। অনুব্রতর বাড়িতে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন বোলপুর হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী (Chandranath Adhikari)। তিনি সাদা কাগজে অনুব্রতকে “বেডরেস্টে”-এর পরামর্শ দিয়েছিলেন।

পরে অবশ্য চন্দ্রনাথবাবু বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর বক্তব্য ছিল, বোলপুর হাসপাতালের (Bolpur Hospital)  সুপার বুদ্ধদেব মুর্মুর (Buddhadeb Murmu) নির্দেশে অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়ে চিকিৎসা করেছিলেন তিনি। হাসপাতালের প্যাডও দেওয়া হয়নি। সাদা কাগজেই যাবতীয় পরামর্শ লিখতে হয় তাঁকে। তাঁর আরও দাবি, অনুব্রত মণ্ডলই তাঁকে ১৪দিনের ”বেডরেস্ট” লিখে দিতে বলেন। ইচ্ছা না থাকলেও এমন হেভিওয়েট নেতার কথা তিনি ফেলতে পারেননি। যাবতীয় ঘটনা হাসপাতাল সুপারকেও জানিয়ে ছিলেন চন্দ্রনাথবাবু। সেই কল রেকর্ডও প্রকাশ্যে আসে।

তারই মাঝে আজ, শুক্রবার সকালে আচমকা চন্দ্রনাথ অধিকারীর বাড়িতে হানা দেয় সিবিআইয়ের তিন সদস্যের একটি টিম। প্রায় তিনঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। সেদিন ঠিক কী কী ঘটেছিল? কার নির্দেশে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন? এদিন এমনই সব প্রশ্নের মুখোমুখি হতে হয় ডাঃ অধিকারীকে।

হাসপাতালের সুপার ডাঃ বুদ্ধদেব মুর্মুর সঙ্গে তাঁর কথোপকথনের অডিও ক্লিপও সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, বোলপুর হাসপাতালের সুপার ডাঃ বুদ্ধদেব মুর্মুকে সিবিআই নোটিস পাঠিয়েছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version