Friday, August 22, 2025

ঝাড়খণ্ডের তিন বিধায়কের  জামিন হল না, পরের শুনানি হবে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে

Date:

ঝাড়খণ্ডের (Jharkhand) তিন বিধায়কের জামিন হল না, কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের পরিবর্তে পরের শুনানি হবে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে।এই মামলায় নতুন করে ৪৬৭ ধারা যুক্ত হয়েছে। ফলে বিধায়করা দোষী সাব্যস্ত হলে তাঁদের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে। আর ১০ বছরের সাজার ক্ষেত্রে জামিনের আবেদন একক বেঞ্চে করা যায় না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চের (Single Bench) পরিবর্তে তাই মামলাটির শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে (Division Bench)।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই মামলায় নতুন করে ৪৬৭ ধারা যুক্ত হয়েছে, আর সেই কারণেই অপরাধের গুরুত্ব আরও বেড়েছে।ফলে বাড়বে সাজার মেয়াদও। আর সেই কারনেই মামলাটি এখন থেকে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ শুনবেন।শুক্রবার বিকালেই বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চে অভিযুক্ত বিধায়কদের জামিনের মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।  গতকালই আদালত জানিয়েছিল, ঝাড়খণ্ডের অভিযুক্ত তিন কংগ্রেস বিধায়কদের (Congress MLA) জামিন প্রক্রিয়া সঠিক পদ্ধতি মেনে হয়নি। বৃহস্পতিবার সেই কারণেই জামিনের আবেদন নাকচ করে দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই হাওড়ার সাঁকরাইলের পাঁচলা থানা এলাকায় গাড়ির ভিতর প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন ঝাড়খণ্ড কংগ্রেসের তিন বিধায়ক। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরই তিনজনকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে। ধৃতরা হলেন ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিরজির বিধায়ক রাজেশ কাচ্ছাপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল।

 

 

Related articles

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২২ অগাস্ট (শুক্রবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৯৪৫ ₹ ৯৯৪৫০ ₹ খুচরো পাকা সোনা ৯৯৯৫...

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...
Exit mobile version