Tuesday, May 13, 2025

ঝাড়খণ্ডের তিন বিধায়কের  জামিন হল না, পরের শুনানি হবে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে

Date:

ঝাড়খণ্ডের (Jharkhand) তিন বিধায়কের জামিন হল না, কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের পরিবর্তে পরের শুনানি হবে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে।এই মামলায় নতুন করে ৪৬৭ ধারা যুক্ত হয়েছে। ফলে বিধায়করা দোষী সাব্যস্ত হলে তাঁদের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে। আর ১০ বছরের সাজার ক্ষেত্রে জামিনের আবেদন একক বেঞ্চে করা যায় না। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চের (Single Bench) পরিবর্তে তাই মামলাটির শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে (Division Bench)।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, এই মামলায় নতুন করে ৪৬৭ ধারা যুক্ত হয়েছে, আর সেই কারণেই অপরাধের গুরুত্ব আরও বেড়েছে।ফলে বাড়বে সাজার মেয়াদও। আর সেই কারনেই মামলাটি এখন থেকে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ শুনবেন।শুক্রবার বিকালেই বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চে অভিযুক্ত বিধায়কদের জামিনের মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।  গতকালই আদালত জানিয়েছিল, ঝাড়খণ্ডের অভিযুক্ত তিন কংগ্রেস বিধায়কদের (Congress MLA) জামিন প্রক্রিয়া সঠিক পদ্ধতি মেনে হয়নি। বৃহস্পতিবার সেই কারণেই জামিনের আবেদন নাকচ করে দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই হাওড়ার সাঁকরাইলের পাঁচলা থানা এলাকায় গাড়ির ভিতর প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন ঝাড়খণ্ড কংগ্রেসের তিন বিধায়ক। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরই তিনজনকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে। ধৃতরা হলেন ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিরজির বিধায়ক রাজেশ কাচ্ছাপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল।

 

 

Related articles

স্বাভাবিকের পথে উপত্যকা, তবু কাটছে না আতঙ্ক!

পহেলগাম হামলা থেকে অপারেশন সিন্দুর (Operation Sindoor), কখনও সীমান্তে গোলাগুলি আবার কখনও আকাশপথে ড্রোন কিংবা মিসাইল হামলায় ত্রস্ত...

আজই বর্ষার আগমন! তাপপ্রবাহের মাঝে বড় আপডেট দিল মৌসম ভবন 

গরমে হাঁসফাঁস রাজ্যবাসীকে খানিকটা স্বস্তি দিয়ে দফায় দফায় ঝড় বৃষ্টি হয়েছে গোটা বৈশাখ জুড়ে। বাংলা নববর্ষের প্রথম মাসের...

প্রধানমন্ত্রীর ভাষণের পরেই রাতে জম্মুতে হামলার চেষ্টা পাকিস্তানের! ব্ল্যাকআউট এলাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছু সময় পরই সোমবার রাতে জম্মুর সাম্বা সেক্টরে...

পর্যটক টানতে উদ্যোগ! এবার দার্জিলিঙের রাস্তায় ছুটবে ‘অমিতাভ-ধর্মেন্দ্রর’ মোটরবাইক

“ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে...” — এই গানে ভেসে আসা বন্ধুত্বের আবেগ এবার ছুঁয়ে যাবে বাংলার প্রিয় পাহাড়ি...
Exit mobile version