Sunday, November 9, 2025

Arijit Singh: মুর্শিদাবাদের ছেলে মেয়েদের ইংরেজি শেখানোর ব্যবস্থা করছেন অরিজিত

Date:

তাঁকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। শুধু ভালো গায়ক (Singer)নন অনেক বড় মনের মানুষ তিনি। কিন্তু ভীষণ সাদামাটা জীবন কাটান তিনি। মুর্শিদাবাদের (Mursidabad)ছেলেটা গ্ল্যামারের ঝলকানির মাঝেও ভোলেন নি নিজের শিকড়কে। তাই মুম্বইয়ের ফ্ল্যাশ লাইট আর সাফল্যের ঝলকের মাঝেও, সমাজের অপারগতা আর চারপাশের অন্ধকারকে সরিয়ে দিতে চান গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। তাই এবার তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এবং তার আশেপাশের এলাকার ছেলেমেয়েরা যাতে ভালোভাবে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারেন তার জন্য এবার ইংরেজির প্রশিক্ষণ ক্লাস (English Training Class)শুরু করার উদ্যোগ নিয়েছেন গায়ক।

আজকের দিনে ইংরেজি ভাষাটাকে (English language)ভালো ভাবে রপ্ত করতে পারলে চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে অনেকাংশেই সুবিধা পাওয়া যায়। কিন্তু ১৩০ কোটির দেশের অনেক রাজ্যের মানুষ এখনও এই সুযোগ পাই নি। এবার মুর্শিদাবাদের ছেলে দেশের অন্যতম বিখ্যাত গায়ক অরিজিৎ সিং সেই উদ্যোগ নিতে চলেছেন। স্থানীয় সূত্রে জানা যায় জিয়াগঞ্জ সদর ঘাট এবং থানা এলাকার মাঝে একটি বেসরকারি নার্সিং কলেজ (Private nursing college)রয়েছে। সেখানেই ইংরেজির প্রশিক্ষণ ক্লাস চালু করতে চলেছেন। গত সোমবার ওই কলেজে গেছিলেন গায়ক, সেখানেই সকলের সঙ্গে আলোচনা করেন তিনি। পরে জানা যায়, অরিজিৎ ওই নার্সিং কলেজের কয়েকটি ঘরে ইংরেজি প্রশিক্ষণ ক্লাস শুরু করতে চান। অরিজিতের সঙ্গে প্রাথমিক আলোচনার পরই ওই নার্সিং কলেজের অন্যতম কর্ণধার তথা জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর মণ্ডল (Shankar Mondal)নার্সিং কলেজের দুটি ভবনের মোট ন’টি ঘর ইংরেজি শেখানোর জন্য বরাদ্দ করেছেন। এর পাশাপাশি ইংরেজি শেখানোর জন্য একটি অফিস ঘর এবং ছেলে ও মেয়েদের জন্য দুটি পৃথক টয়লেট বরাদ্দ করা হয়েছে। এর আগে অরিজিৎ জিয়াগঞ্জে শিক্ষার প্রসারের জন্য নিজের স্কুল রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবার ইংরেজি শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version