Wednesday, November 12, 2025

ওড়িশায় ভয়াবহ দৃশ্য! বুক সমান জল পেরিয়ে বাবার মৃতদেহ সৎকার সন্তানদের

Date:

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশা (Odisha)। টানা বৃষ্টিতে একদিকে যেমন নদীতে বেড়েছে জলস্তর, ঠিক তেমনই জল থইথই একাধিক এলাকা। এদিকে টানা বৃষ্টির (Rain) জলে ফুলেফেঁপে উঠেছে ওড়িশার কালাহান্ডি জেলার গোলামুন্ডা ব্লকের একটি নদী। সেই নদীতেই এবার মর্মান্তিক ও ভয়াবহ দৃশ্য ধরা পড়ল। এক বুক জল পেরিয়ে মৃত বাবাকে শ্মশানে নিয়ে গেলেন ছেলে-মেয়ে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যা দেখে একদিকে যেমন শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নেটাগরিকরা, ঠিক তেমনই স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে উগরে দিয়েছেন ক্ষোভ।

গত মঙ্গলবার গোলামুন্ডা ব্লকের বেহরাগুড়া গ্রামে প্যারালিসিসে (Paralysis) আক্রান্ত হয়ে দীর্ঘ রোগভোগের পর সান্তা রানা নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তাঁর সৎকার কি ভাবে হবে? সেই নিয়েই বিপাকে পড়েন পরিজনরা। একে বৃষ্টির জলে জলমগ্ন গোটা গ্রাম, তার উপর শ্মশানও গ্রামের নদী পেরিয়ে অনেকটাই যেতে হয়। নদীর উপরে নেই কোনও সেতু। অবশেষে উপায় না পেয়ে বাবার মৃতদেহ কাঁধে তুলে বৃষ্টির মধ্যেই বুক-সমান জল পেরিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেন সান্তাবাবুর ছেলে ও মেয়ে সহ পরিবারের লোকজন। বৃষ্টির জলে যাতে মৃতদেহ ভিজে না যায় সেই কারণে কলাপাতা দিয়ে ঢেকে নেওয়া হয় মৃতদেহ। এরপর সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে শ্মশানে মৃতদেহ সৎকার করা হয়।

ঘটনায় প্রশাসনের উদাসীনতাকেই কাঠগড়ায় তুলেছেন মৃতের পরিবার ও গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, একাধিকবার আবেদন করা হলেও সেতু বানানোর জন্য কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। গোটা বছরই নদী পেরিয়ে ওপারে যেতে হয়। তবে বর্ষাকালে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তখন আর কিছুই করার থাকে না।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version