Sunday, November 9, 2025

ছুটি শেষেও কাজে যোগ দিলেন না বোলপুর হাসপাতালের সুপার, শুরু বিতর্ক

Date:

গত শনিবার থেকেই তিনি ছুটিতে ছিলেন। আজ শুক্রবারই কাজে যোগ দেওয়ার কথা ছিল বোলপুর মহকুমা হাসপাতালের সুপার (Hospital Super) বুদ্ধদেব মুর্মুর। কিন্তু ছুটির মেয়াদ শেষ হয়ে গেলেও  তিনি কাজে যোগ দিলেন না।বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্মুকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI)।

ছুটিতে থাকাকালীন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে তিনি নির্দেশ দেন অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) বাড়িতে গিয়ে চিকিৎসা করতে।তার নিরেদেশেই বোলপুর মহকুমা হাসপাতালের একদল চিকিৎসক অনুব্রত মন্ডলের বাড়ি যান। এরপরই বিস্ফোরক দাবি করেছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তাঁর অভিযোগ, বীরভূম জেলা তৃণমূল সভাপতি তাঁকে সাদা কাগজে ‘বেড রেস্ট’ (Bed Rest) লিখে দেওয়ার কথা বলেছিলেন। বোলপুর মহকুমা হাসপাতালের সুপারও অনুব্রতর অনুরোধ অনুযায়ী সাদা কাগজে ‘বেড রেস্ট’  লিখে দিতে বলেন। চন্দ্রনাথের সেই দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে যায়।

এদিকে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এর চব্বিশ ঘন্টার মধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয় চন্দ্রনাথ অধিকারীকে । তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।চিকিৎসক বলেন,  আমি একজন জেনারেল সার্জন ও একজন সরকারি কর্মচারী। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিনটেনডেন্টের নির্দেশ মানতে বাধ্য। ফলে আমাকে সুপার যা বলেছেন আমি সেই কাজ করেছি। আমি সুপারকে বলেছিলাম, অনুব্রতকে হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু উনি বলেছিলেন হাসপাতালে আনার দরকার নেই। বাড়িতে যান। প্রয়োজনে সাদা কাগজে প্রেসক্রিপশন লিখবেন।

 

 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version