Monday, November 10, 2025

উত্তরপাড়ায় বেআইনি মদ বিক্রির প্রতিবাদ, অভিযোগ দায়ের কাউন্সিলরের

Date:

এলাকায় দেদারে চলছে বেআইনি মদ (Illegal Liquor) বিক্রি। সকালে পরিস্থিতি আয়ত্তে থাকলেও বেলা গড়িয়ে সন্ধ্যে হতেই এলাকা চেনা দায়। সন্ধের পর থেকেই থমথমে এলাকা। তারপরই শুরু হয় মদ্যপদের তাণ্ডব। এমনই অত্যাচারে তটস্থ উত্তরপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাখলার বাসিন্দারা। এতদিন ভালো কথায় বুঝিয়ে বা প্রয়োজনে ধমকেও লাভ হয়নি। বরং মদ্যপদের অত্যাচার আরও বেড়েছে বলে অভিযোগ। শনিবার স্থানীয়দের সঙ্গে নিয়ে উত্তরপাড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষ।

উত্তরপাড়া পুরসভার অন্তর্গত মাখলা এলাকার স্থানীয়দের অভিযোগ, অসামাজিক কাজকর্ম (AntiSocial Activities) এলাকায় বেড়ে চলেছে। পাশাপাশি রমরমিয়ে চলছে বেআইনি মদের কারবারও। মদ ও মাদকের নেশায় সন্ধে হতেই এলাকায় বহিরাগতরা জড়ো হয়। চলে অকথ্য ভাষায় গালিগালাজ। স্থানীয়দের অভিযোগ, এর আগে একাধিকবার থানায় অভিযোগ জানিয়ে লাভ কিছুই হয়নি। শুক্রবার রাতে ফের ওই এলাকায় কিছু মদ্যপ উৎপাত শুরু করে বলে অভিযোগ। হাতের সামনে থাকা গাড়ি ও বাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার প্রতিবাদে শনিবার সকালে এলাকাবাসীরা বাধ্য হয়ে রাস্তা অবরোধের (Road Block) সিদ্ধান্ত নেন। পরে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে পুলিশ তিনজনকে আটক করেছে।

কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষ বলেন, এর আগে মাইকে প্রচার করলেও সুরহা হয়নি। কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও পরিস্থিতির বিশেষ কিছু বদল হয়নি। পুলিশ প্রশাসনকে জানানোর পাশাপাশি নিজেদের সংঘবদ্ধ হয়ে গণ প্রতিবাদ প্রয়োজন।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version