Thursday, August 28, 2025

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নজরদারি রেড রোডে, কলকাতা জুড়ে নাকা চেকিং

Date:

গত দুবছর অতিমারির কারণে সেভাবে পালন করা না গেলেও, ৭৫তম বছর উপলক্ষ্যে এবার স্বাধীনতা দিবস (Independence Day) পালন হবে যথাযথ মর্যাদায়। ওই দিন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এবং নাশকতা আটকাতে তৎপর পুলিশ-প্রশাসন। এক নজরে দেখে নেওয়া যাক, ১৫ অগাস্ট সকাল থেকে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকছে।

লালবাজার সূত্রে খবর,
• রেড রোডকে (Red Road) প্রধানত *১৪টি জোনে ভাগ* করা হয়েছে।
• প্রত্যেক জোনের দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার।
• ডেপুটি কমিশনার পদমর্যাদার সেই অফিসারদের সাহায্যে থাকবেন অ্যাসিসটেন্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা।
• সকাল থেকে রেড রোড সংলগ্ন এলাকায় ১২০০ পুলিশ(Police) কর্মী মোতায়েন থাকবেন।
• ওই পুলিশকর্মীদের নেতৃত্ব দেবেন ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার।
• অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা থাকছেন রেড রোড চত্বরে।
• ওই চত্বরে নজরদারির জন্য ৬টি ওয়াট টাওয়ার তৈরি করা হয়েছে।
• ৩টি ক্যুইক রেসপন্স টিমের গাড়ি থাকছে।
• ৯টি টহলদারি ভ্যানও থাকছে ধর্মতলার বিভিন্ন জায়গায়।
কলকাতা পুলিশের স্পেশ্যাল কমান্ড বাহিনী প্রস্তুত থাকছে তিন জায়গায়।

শনিবার থেকেই ১৯ টি পুলিশ পিকেট ও শহরের বিভিন্ন জায়গায় ২৩ টি নাকা চেকিং পয়েন্ট তৈরি করা তল্লাশি অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ। কলকাতার বিভিন্ন বাজার, মেট্রো স্টেশন চত্বর, অফিস চত্বর, ধর্মস্থান সহ একাধিক জায়গায় রবিবার রাত থেকেই নজরদারি করবে নজরদারির চালাবে কলকাতা পুলিশ।

 

 

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version