Wednesday, November 12, 2025

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নজরদারি রেড রোডে, কলকাতা জুড়ে নাকা চেকিং

Date:

গত দুবছর অতিমারির কারণে সেভাবে পালন করা না গেলেও, ৭৫তম বছর উপলক্ষ্যে এবার স্বাধীনতা দিবস (Independence Day) পালন হবে যথাযথ মর্যাদায়। ওই দিন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এবং নাশকতা আটকাতে তৎপর পুলিশ-প্রশাসন। এক নজরে দেখে নেওয়া যাক, ১৫ অগাস্ট সকাল থেকে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকছে।

লালবাজার সূত্রে খবর,
• রেড রোডকে (Red Road) প্রধানত *১৪টি জোনে ভাগ* করা হয়েছে।
• প্রত্যেক জোনের দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার।
• ডেপুটি কমিশনার পদমর্যাদার সেই অফিসারদের সাহায্যে থাকবেন অ্যাসিসটেন্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা।
• সকাল থেকে রেড রোড সংলগ্ন এলাকায় ১২০০ পুলিশ(Police) কর্মী মোতায়েন থাকবেন।
• ওই পুলিশকর্মীদের নেতৃত্ব দেবেন ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার।
• অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসাররা থাকছেন রেড রোড চত্বরে।
• ওই চত্বরে নজরদারির জন্য ৬টি ওয়াট টাওয়ার তৈরি করা হয়েছে।
• ৩টি ক্যুইক রেসপন্স টিমের গাড়ি থাকছে।
• ৯টি টহলদারি ভ্যানও থাকছে ধর্মতলার বিভিন্ন জায়গায়।
কলকাতা পুলিশের স্পেশ্যাল কমান্ড বাহিনী প্রস্তুত থাকছে তিন জায়গায়।

শনিবার থেকেই ১৯ টি পুলিশ পিকেট ও শহরের বিভিন্ন জায়গায় ২৩ টি নাকা চেকিং পয়েন্ট তৈরি করা তল্লাশি অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ। কলকাতার বিভিন্ন বাজার, মেট্রো স্টেশন চত্বর, অফিস চত্বর, ধর্মস্থান সহ একাধিক জায়গায় রবিবার রাত থেকেই নজরদারি করবে নজরদারির চালাবে কলকাতা পুলিশ।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version