শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রাজ্যজুড়ে দিনভর বৃষ্টির সম্ভাবনা

স্বাধীনতা দিবসের আগের দিন কালো মেঘে মুখ ঢেকেছে তিলোত্তমার আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পুর্বাভাস, রবিবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ গোটা রাজ্য। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে৷

আরও পড়ুন:পানীয় জলের পাত্রে হাত দিতেই বেদম মার! প্রাণে বাঁচল না দলিত ছাত্র

বাংলার এবং উত্তর ওড়িশার উপকূলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ক্রমশ শক্তি বাড়াচ্ছে।অন্যদিকে রয়েছে পূর্ণিমার ভরা কোটাল। এই জোড়া ফলায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাতটি জেলায়। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এ ছাড়া উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও রবিবার ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে রাজ্য। এ ছাড়া বাকি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা।

Previous articleপানীয় জলের পাত্রে হাত দিতেই বেদম মার! প্রাণে বাঁচল না দলিত ছাত্র
Next articleদেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে যৌথ সম্পত্তি অনুব্রতর!