দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে যৌথ সম্পত্তি অনুব্রতর!

কেন্দ্রীয় এজেন্সির ৮০ পাতার চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মোট ৪৫টি সম্পত্তির নথি মিলেছে অনুব্রত, তাঁর পরিবার ও সায়গল হোসেনের নামে

দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে যৌথ সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডলের। সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি সিবিআইয়ের।

কেন্দ্রীয় এজেন্সির ৮০ পাতার চার্জশিটে উল্লেখ করা হয়েছে, মোট ৪৫টি সম্পত্তির নথি মিলেছে অনুব্রত, তাঁর পরিবার ও সায়গল হোসেনের নামে। কোনওটি সায়গলের সঙ্গে অনুব্রতর যৌথ সম্পত্তি, কোনওটি অনুব্রতর একার নামে, আবার কোনও সম্পত্তি তৃণমূল জেলা সভাপতির পরিবারের সদস্যদের নামে।

আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের আগে উপত্যকায় গ্রেনেড হামলা, আহত ২

সিবিআই সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে এও উল্লেখ করা হয়েছে যে প্রায় ১৮০০ অস্ট্রেলিয়ান গরু পাচার করেছেন এনামুল হক। বিষয়টি জানতেন অনুব্রত মণ্ডল।আদালতের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ররিবার সকাল সাড়ে দশটা নাগাদ কম্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয় বীরভূমের তৃণমূল সভাপতিকে। গত বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই।

 

Previous articleশক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রাজ্যজুড়ে দিনভর বৃষ্টির সম্ভাবনা
Next articleআজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে