Friday, August 22, 2025

এবার এআইএফএফ-এর (AIFF) বিষয় নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক (India Captain) সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এদিন বেঙ্গালুরু এফসির (BFC) আয়োজিত সাংবাদিক সম্মেলনে সুনীল ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে ফুটবলারদের ভাবতে বারণ করলেন। ভারত অধিনায়কের আর্জি, সতীর্থরা নিজেদের পারফরম্যান্স নিয়ে ভাবুক। ভারতীয় ফুটবলে এই মুহূর্তে চলছে ডামাডোলে। সঠিক সময়ে নির্বাচন না হলে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসনের হুমকি দিয়ে রেখেছে ফিফা। সূত্রের খবর, কেড়ে নেওয়া হতে পারে অনুর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপও। আর সেই নিয়ে এবার মুখ খুললেন সুনীল।

এদিন বিএফসির আয়োজিত সাংবাদিক বৈঠকে সুনীল বলেন, “ছেলেদের সঙ্গে কথা বলেছি। যা নিজের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে বেশি ভাবতে বারণ করেছি। যারা জড়িত তারা নিশ্চয়ই ভাল কাজ করছে যাতে সব কিছু ঠিকঠাক থাকে। প্রত্যেকে পরিশ্রম করছে। ফুটবলার হিসাবে আমরা নিজেদের কাজের প্রতি বেশি মনোযোগ দিচ্ছি। প্রতিদিন যাতে নিজেকে উন্নতি করতে পারি সেই চেষ্টাই করছি। দেশ এবং ক্লাবের হয়ে সুযোগ পেলে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য থাকুক আমাদের। আমরা এর বাইরে না ভাবি।”

সামনেই ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ জিততে মরিয়া সুনীল। এই নিয়ে সুনীল বলেন,”ডুরান্ড খুবই পুরনো প্রতিযোগিতা। এই ট্রফি জেতাও অনেক সম্মানের। ক্লাব হিসাবে এবং ব্যক্তিগত ভাবে এই ট্রফি জিততে পারিনি। বহু ট্রফি জেতার সৌভাগ্য হয়েছে আমার। কিন্তু ডুরান্ড কাপ না জেতা এখনও তাড়া করে বেড়ায় আমাকে। এবার এই ট্রফি জিততে নিজেদের সেরাটা দেব আমরা।”

চলতি বছর দলবদলে অনেক চমক এনেছে বিএফসি। দলে, রয় কৃষ্ণা, হিরা মণ্ডল, প্রবীর দাস, সন্দেশ ঝিঙ্গানের মতন ফুটবলার সই করিয়েছে বেঙ্গালুরু।

আরও পড়ুন:জিম্বাবোয়ে পৌঁছাল ভারতীয় দল, টিম ইন্ডিয়ার দেখা বরুণ ধাওয়ানের সঙ্গে

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version