Sunday, August 24, 2025

সিয়াচেনে উদ্ধার ৮৪-র যুদ্ধে নিখোঁজ জওয়ানের কঙ্কাল, ৩৮ বছর পর হবে অন্তেষ্টিক্রিয়া

Date:

সালটা ১৯৮৪-র এপ্রিল মাস পৃথিবীর সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র থেকে পাক সেনাবাহিনীকে হটাতে ভারত(India) শুরু করেছে ‘অপারেশন মেঘদূত’। সেই যুদ্ধে সাফল্য পেলেও ভারত হারিয়েছিল একাধিক বীর জওয়ানকে। তাদেরই মধ্যে একজন ছিলেন উত্তরাখণ্ডের বাসিন্দা ল্যান্স নায়েক চন্দ্রশেখর। তৎকালীন সময় তাঁর মৃতদেহটুকুও উদ্ধার করতে পারেনি সেনাবাহিনী। দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে অবশেষে তাঁর মরদেহ খুঁজে পেল সেনা। দীর্ঘ ৩৮ টা বছর পথ চেয়ে থাকার পর অবশেষে বীর ওই সেনা জওয়ানের দেহ সৎকার করবে তাঁর স্ত্রী-কন্যারা।

সেনা সূত্রে জানা গিয়েছে, গত ১৩ আগস্ট বরফে মোড়া সিয়াচেনের ১৬ হাজার ফুট উচ্চতায় একটি বাঙ্কার থেকে উদ্ধার হয়েছে শহিদ চন্দ্রশেখরের কঙ্কাল। সেনায় কর্মরত থাকার সময় তাঁর ব্যবহৃত ডিস্ক নম্বর দেখে চিহ্নিত করা সম্ভব হয়েছে চন্দ্রশেখরকে। যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অংশ ৫৯৬৫ পয়েন্ট দখলের দায়িত্ব ছিল ১৯ কুমায়ুন রেজিমেন্টের। ওই বাহিনীর সদস্য ছিলেন চন্দ্রশেখর। এক আধিকারিক জানিয়েছেন, তুষারধসে সেই সময় বাহিনীর ১৮ জন মারা যান। পরবর্তীকালে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, চার-পাঁচজনের কোনও খোঁজ মেলেনি। তাদেরই একজন ছিলেন চন্দ্রশেখর। দীর্ঘ বছর পর অবশেষে তার কঙ্কাল দেহ উদ্ধার হল। এরপরই সেই দেহ সৎকারের জন্য চন্দ্রশেখরের দেশের বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে সেখানে অন্তেষ্টিক্রিয়া হবে। বীর ওই সেনা জওয়ানের।

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...
Exit mobile version