Saturday, November 8, 2025

সিয়াচেনে উদ্ধার ৮৪-র যুদ্ধে নিখোঁজ জওয়ানের কঙ্কাল, ৩৮ বছর পর হবে অন্তেষ্টিক্রিয়া

Date:

সালটা ১৯৮৪-র এপ্রিল মাস পৃথিবীর সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র থেকে পাক সেনাবাহিনীকে হটাতে ভারত(India) শুরু করেছে ‘অপারেশন মেঘদূত’। সেই যুদ্ধে সাফল্য পেলেও ভারত হারিয়েছিল একাধিক বীর জওয়ানকে। তাদেরই মধ্যে একজন ছিলেন উত্তরাখণ্ডের বাসিন্দা ল্যান্স নায়েক চন্দ্রশেখর। তৎকালীন সময় তাঁর মৃতদেহটুকুও উদ্ধার করতে পারেনি সেনাবাহিনী। দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে অবশেষে তাঁর মরদেহ খুঁজে পেল সেনা। দীর্ঘ ৩৮ টা বছর পথ চেয়ে থাকার পর অবশেষে বীর ওই সেনা জওয়ানের দেহ সৎকার করবে তাঁর স্ত্রী-কন্যারা।

সেনা সূত্রে জানা গিয়েছে, গত ১৩ আগস্ট বরফে মোড়া সিয়াচেনের ১৬ হাজার ফুট উচ্চতায় একটি বাঙ্কার থেকে উদ্ধার হয়েছে শহিদ চন্দ্রশেখরের কঙ্কাল। সেনায় কর্মরত থাকার সময় তাঁর ব্যবহৃত ডিস্ক নম্বর দেখে চিহ্নিত করা সম্ভব হয়েছে চন্দ্রশেখরকে। যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অংশ ৫৯৬৫ পয়েন্ট দখলের দায়িত্ব ছিল ১৯ কুমায়ুন রেজিমেন্টের। ওই বাহিনীর সদস্য ছিলেন চন্দ্রশেখর। এক আধিকারিক জানিয়েছেন, তুষারধসে সেই সময় বাহিনীর ১৮ জন মারা যান। পরবর্তীকালে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, চার-পাঁচজনের কোনও খোঁজ মেলেনি। তাদেরই একজন ছিলেন চন্দ্রশেখর। দীর্ঘ বছর পর অবশেষে তার কঙ্কাল দেহ উদ্ধার হল। এরপরই সেই দেহ সৎকারের জন্য চন্দ্রশেখরের দেশের বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে সেখানে অন্তেষ্টিক্রিয়া হবে। বীর ওই সেনা জওয়ানের।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version