Sunday, November 2, 2025

স্বাধীনতা দিবসে মুকেশ আম্বানীর পরিবারকে হুমকি ফোন!

Date:

৩ মিনিটে আটবার! প্রাণনাশের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তাঁর পরিবার। সোমবার সকালে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তিন মিনিটে মোট আটটি ফোন আসে।এই ঘটনায় মুম্বইয়ের ডিবি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ঘটনায় আফজল নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন:গান্ধী-নেহরুদের অপমান করা হচ্ছে, মোদি সরকারকে ‘নার্সিসিস্ট’ বলে তোপ সোনিয়ার

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে,  আজ সকালে মুম্বইয়ে অবস্থিত রিলায়েন্স ফাউন্ডেশন একটি হাসপাতালের ফোন করে এক ব্যক্তি আটবার হুমকি দেয়, ‘তিন ঘণ্টার মধ্যে আম্বানি পরিবারকে হত্যা করা হবে।’ এরপর হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে।  এই ঘটনার পরই মুকেশ আম্বানির পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে দ্রুত তদন্ত টিম তৈরি করে অভিযুক্তের সন্ধানে জোরদার অভিযান শুরু করেছে পুলিশ। মুম্বই পুলিশ তিনটি তদন্ত টিম তৈরি করেছে।

মুম্বই পুলিশের এক শীর্ষ কর্তা ঘটনা প্রসঙ্গে বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি বখতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের নম্বরে ফোন করা হয়েছিল। সেই ভিত্তিতে তদন্ত চলছে।’

প্রসঙ্গত,এর আগে আম্বানির মুম্বইয়ের বাসভবনের সামনে থেকে একটি স্করপিও গাড়ি থেকে ২০টি জিলোটিন স্টিক উদ্ধার হয়েছিল। হুমকি চিঠিও পাওয়া গিয়েছিল। ওই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হুমকি ফোনে আতঙ্কিত আম্বানি পরিবার। নিরাপত্তাহীনতাতে ভুগছেন পরিবারের সদস্যরা।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version