Monday, August 25, 2025

সিয়াচেনে উদ্ধার ৮৪-র যুদ্ধে নিখোঁজ জওয়ানের কঙ্কাল, ৩৮ বছর পর হবে অন্তেষ্টিক্রিয়া

Date:

সালটা ১৯৮৪-র এপ্রিল মাস পৃথিবীর সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র থেকে পাক সেনাবাহিনীকে হটাতে ভারত(India) শুরু করেছে ‘অপারেশন মেঘদূত’। সেই যুদ্ধে সাফল্য পেলেও ভারত হারিয়েছিল একাধিক বীর জওয়ানকে। তাদেরই মধ্যে একজন ছিলেন উত্তরাখণ্ডের বাসিন্দা ল্যান্স নায়েক চন্দ্রশেখর। তৎকালীন সময় তাঁর মৃতদেহটুকুও উদ্ধার করতে পারেনি সেনাবাহিনী। দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে অবশেষে তাঁর মরদেহ খুঁজে পেল সেনা। দীর্ঘ ৩৮ টা বছর পথ চেয়ে থাকার পর অবশেষে বীর ওই সেনা জওয়ানের দেহ সৎকার করবে তাঁর স্ত্রী-কন্যারা।

সেনা সূত্রে জানা গিয়েছে, গত ১৩ আগস্ট বরফে মোড়া সিয়াচেনের ১৬ হাজার ফুট উচ্চতায় একটি বাঙ্কার থেকে উদ্ধার হয়েছে শহিদ চন্দ্রশেখরের কঙ্কাল। সেনায় কর্মরত থাকার সময় তাঁর ব্যবহৃত ডিস্ক নম্বর দেখে চিহ্নিত করা সম্ভব হয়েছে চন্দ্রশেখরকে। যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অংশ ৫৯৬৫ পয়েন্ট দখলের দায়িত্ব ছিল ১৯ কুমায়ুন রেজিমেন্টের। ওই বাহিনীর সদস্য ছিলেন চন্দ্রশেখর। এক আধিকারিক জানিয়েছেন, তুষারধসে সেই সময় বাহিনীর ১৮ জন মারা যান। পরবর্তীকালে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, চার-পাঁচজনের কোনও খোঁজ মেলেনি। তাদেরই একজন ছিলেন চন্দ্রশেখর। দীর্ঘ বছর পর অবশেষে তার কঙ্কাল দেহ উদ্ধার হল। এরপরই সেই দেহ সৎকারের জন্য চন্দ্রশেখরের দেশের বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে সেখানে অন্তেষ্টিক্রিয়া হবে। বীর ওই সেনা জওয়ানের।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version