Sunday, November 9, 2025

সিয়াচেনে উদ্ধার ৮৪-র যুদ্ধে নিখোঁজ জওয়ানের কঙ্কাল, ৩৮ বছর পর হবে অন্তেষ্টিক্রিয়া

Date:

সালটা ১৯৮৪-র এপ্রিল মাস পৃথিবীর সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র থেকে পাক সেনাবাহিনীকে হটাতে ভারত(India) শুরু করেছে ‘অপারেশন মেঘদূত’। সেই যুদ্ধে সাফল্য পেলেও ভারত হারিয়েছিল একাধিক বীর জওয়ানকে। তাদেরই মধ্যে একজন ছিলেন উত্তরাখণ্ডের বাসিন্দা ল্যান্স নায়েক চন্দ্রশেখর। তৎকালীন সময় তাঁর মৃতদেহটুকুও উদ্ধার করতে পারেনি সেনাবাহিনী। দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে অবশেষে তাঁর মরদেহ খুঁজে পেল সেনা। দীর্ঘ ৩৮ টা বছর পথ চেয়ে থাকার পর অবশেষে বীর ওই সেনা জওয়ানের দেহ সৎকার করবে তাঁর স্ত্রী-কন্যারা।

সেনা সূত্রে জানা গিয়েছে, গত ১৩ আগস্ট বরফে মোড়া সিয়াচেনের ১৬ হাজার ফুট উচ্চতায় একটি বাঙ্কার থেকে উদ্ধার হয়েছে শহিদ চন্দ্রশেখরের কঙ্কাল। সেনায় কর্মরত থাকার সময় তাঁর ব্যবহৃত ডিস্ক নম্বর দেখে চিহ্নিত করা সম্ভব হয়েছে চন্দ্রশেখরকে। যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অংশ ৫৯৬৫ পয়েন্ট দখলের দায়িত্ব ছিল ১৯ কুমায়ুন রেজিমেন্টের। ওই বাহিনীর সদস্য ছিলেন চন্দ্রশেখর। এক আধিকারিক জানিয়েছেন, তুষারধসে সেই সময় বাহিনীর ১৮ জন মারা যান। পরবর্তীকালে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, চার-পাঁচজনের কোনও খোঁজ মেলেনি। তাদেরই একজন ছিলেন চন্দ্রশেখর। দীর্ঘ বছর পর অবশেষে তার কঙ্কাল দেহ উদ্ধার হল। এরপরই সেই দেহ সৎকারের জন্য চন্দ্রশেখরের দেশের বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে সেখানে অন্তেষ্টিক্রিয়া হবে। বীর ওই সেনা জওয়ানের।

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...
Exit mobile version