Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

à§§) আগামী ১৭ই আগস্ট ‘রাজা সুরেশ চন্দ্র চৌধুরী মেরোরিয়াল আর্কাইভ’ এর শুভ উদ্বোধন হতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাবে। উদ্ধোধন করবেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। সংগ্রহশালায় রাখা হবে পঞ্চপাণ্ডবের মূর্তির পাশাপাশি রাখা হবে প্রাক্তন কিংবদন্তি ফুটবলার কৃশানু দে-র খেলা শেষ ম্যাচের বুটও।

২) প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পেরে আপ্লুত হিমা-লক্ষ‍্যরা। মোদিকে অসমের গামছা উপহার হিমার। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে খুশি নিখাত জারিন, মীরাবাই চানু, হরমনপ্রীত কৌররা।

 

৩) বৃষ্টির জন‍্য ভেস্তে গেল এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসির প্রস্তুতি ম‍্যাচ। রবিবার বিকেলে নিজেদের ক্লাব ম‍াঠে দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচ খেলার কথা ছিল বাগান ব্রিগেডের। ডুরান্ডের আগে শেষ প্রস্তুতি ম‍্যাচ ছিল প্রীতম কোটাল, জনি কাউকোদের। কিন্তু তা ভেস্তে গেল বৃষ্টির জন‍‍্য।

৪) এআইএফএফ-এর বিষয় নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী । এদিন বেঙ্গালুরু এফসির আয়োজিত সাংবাদিক সম্মেলনে  ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে ফুটবলারদের ভাবতে বারণ করলেন তিনি।

৫) রবিবার আইএফএ-র পক্ষ থেকে জানানো হল, ১৬ আগস্ট পালন হবে খেলা হবে দিবস। তাদের অধীনে থাকা ৩০৮টি ক্লাবকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুন:১৭ই আগস্ট লাল-হলুদের সংগ্রহশালা উদ্বোধন করবেন মুখ‍্যমন্ত্রী, সংগ্রহশালায় থাকবে পঞ্চপাণ্ডবের মূর্তি