Monday, November 3, 2025

Canning: নদীর নামেই নতুন স্টেশন, স্বপ্নপূরণ ক্যানিংবাসীর

Date:

দেশের স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে (75th Years of Independence Celebration )সুখবর ক্যানিংবাসীর জন্য। ক্যানিংয়ের (Canning) ঐতিহ্যবাহী এবং ভয়ংকর সুন্দর নদী মাতলার (Matla River) নামে এবার নতুন স্টেশনের পথ চলা। ১৫ অগাস্টের দিনই উদ্বোধন হল ক্যানিংয়ের এই নতুন স্টেশনের, নাম মাতলা হল্ট (Matla Halt)।

মাতলা নদীর নাম প্রায় সকলেরই জানা। ব্রিটিশ পিরিয়ডে এই মাতলা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল বাণিজ্য নগরী ক্যানিং। রাইস মিল থেকে শুরু করে বন্দর সবকিছুর কেন্দ্রবিন্দুতেই ছিল এই মাতলা নদী। কিন্তু সময়ের পরিবর্তনে প্রকৃতির নিয়মে এই নদী ধীরে ধীরে তার গভীরতা হারিয়েছে। এখন এক কথায় বলতে গেলে এই নদী মৃতপ্রায়। সেই ঐতিহাসিক মাতলা নদীকেই এবার রেলস্টেশনের মর্যাদা দিতে তৎপর ভারতীয় রেল (Indian railways)। ৭৬ তম স্বাধীনতা দিবস স্মরণীয় হয়ে রইল ক্যানিংবাসীর জন্য। ক্যানিং স্টেশন শিয়ালদহ দক্ষিণ শাখার শেষ স্টেশন, এর আগে আছে তালদি। এবার এই দুই স্টেশনের মধ্যবর্তী নতুন স্টেশনের নামকরণ করা হল মাতলা নদীর নামে। স্থানীয় মানুষজন এই স্টেশনটিকে চাঁদখালি হল্ট নাম দিয়েছিলেন। এবার অফিসিয়াল নতুন নামে পথচলা শুরু। এই নাম বদল নিয়ে ইতিমধ্যেই রেলের তরফ থেকে এটি সরকারি নির্দেশিকা এই মর্মে ইস্যু করা হয়েছে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন রেলমন্ত্রী ছিলেন তখন এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন। এতদিনে রেল তা বাস্তবায়িত করতে পারল। সোমবার ১৫ অগাস্ট থেকেই ৪টি আপ ও ডাউন ট্রেন থামছে এই মাতলা স্টেশনে।সুন্দরভাবে সাজানো হয়েছে স্টেশনটিকে। টিকিট কাউন্টার, পানীয় জলের ব্যবস্থা, শৌচালয়, ওভারব্রিজ সবকিছুই তৈরি করা হয়েছে। স্টেশনের চারপাশে বৃক্ষরোপণ করা হয়েছে সৌন্দর্য বাড়ানোর জন্য। সবমিলিয়ে নতুন সাজে সেজে উঠেছে মাতলা স্টেশন (Matla Halt)।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version