বিভিন্ন বাজার ঘুরে দেখা গিয়েছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে। সেই সঙ্গে লেয়ার মুরগি ২৬০ টাকা, দেশী মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।
অন্যদিকে কাঁচা বাজার ঘুরে দেখা গিয়েছে, সবজিও বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারে বরবটি ৪০ থেকে ৫০ টাকা কেজি, বেগুন ৪০ টাকা, কাঁকরোল ৬০ থেকে ৭০ টাকা, করোলা ৪০ টাকা, পেঁপে ২০ থেকে ৩০ টাকা, পটল, ঢেঁড়স, ঝিঙে প্রতি কেজি ৪০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা।
মাছের দাম-
দেড় থেকে ২ কেজি ওজনের কাতলা ৩০০-৩৫০ টাকা; ২ থেকে ৪ কেজি ওজনের কাতলা ৪০০-৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ৬০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ টাকা, বড় সাইজের বোয়াল ৭০০ টাকা, ছোট সাইজের বোয়াল ৫০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, ৩ কেজি ওজনের দেশি রুই ৫৫০ টাকা, ছোট রুই ৩০০-৩৫০ টাকা, পাবদা ৬০০ টাকা, ট্যাংরা ৫০০ টাকা, চিতল ৬০০ টাকা, কৈ ২৫০-৩৫০ টাকা, শোল ৫০০ টাকা, দেশি মাগুর ৬৫০ টাকা।
খাসির মাংস – ৮০০ টাকা কেজি।