Thursday, November 13, 2025

মুখ্যমন্ত্রীর পায়ে ফুটবল, সূচনা  হল ১৩১ তম ডুরান্ড কাপের। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলে শট মেরে এবারের প্রতিযোগিতার শুভ সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে সঙ্গে নিয়ে সাড়ে পাঁচটার কিছু আগেই যুবভারতীতে পা রাখেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রেসিডেন্সিয়াল বক্স থেকে টুর্নামেন্টের আয়োজক সেনাবাহিনীর ব্যান্ডের প্রদর্শনী দেখেন তিনি।  ব্যান্ডের প্রদর্শনী শেষে প্রখ্যাত গায়ক পাপন তাঁর সঙ্গীকে নিয়ে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। স্টেডিয়ামের বক্স থেকেই গান শোনেন মুখ্যমন্ত্রী। এর পর টানেল থেকে মাঠে প্রবেশ করেন। গ্যালারির দর্শকদের দিকে হাত নাড়েন। উদ্বোধনী ম্যাচের দুই দল মহামেডান স্পোর্টিং এবং এফসি গোয়ার ফুটবলারদের সঙ্গে পরিচয়পর্ব সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে সাহায্য করেন দু’দলের দুই অধিনায়ক। খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রী ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন ডুরান্ড এবং সেনাবাহিনীর কর্তারা। এরপর একটি ফুটবল মুখ্যমন্ত্রীর সামনে বসিয়ে দেন ক্রীড়ামন্ত্রী। বলে শট মেরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শেষে ট্রফির সামনে গিয়ে ছবিও তোলেন তিনি। তার পর যুবভারতী ছাড়েন।

এদিকে উদ্বোধনী ম্যাচে পিছিয়ে পড়েও গতবারের চ্যাম্পিয়ন এফসি গোয়াকে ৩-১ গোলে হারিয়ে দিল মহামেডান। গতবার ফাইনালে গোয়ার কাছেই হেরে গিয়েছিল সাদা-কালো ব্রিগেড। মহামেডানের তিন গোলদাতা প্রীতম সিং, ফসলু রহমান এবং মার্কাস যোশেফ।

আরও পড়ুন:মরশুমের প্রথম প্রস্তুতি ম্যাচে ধাক্কা খেল ইমামি ইস্টবেঙ্গল, ডিএইচএফসি সঙ্গে গোলশূন‍্য ড্র করল তারা

 

 

Related articles

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...
Exit mobile version