অনুব্রত কন্যাকে বুধবারই জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে বুধবার সকালেই ফের হাজির হতে পারেন সিবিআই গোয়েন্দারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের মুখোমুখি বসতে পারে সিবিআই।

আরও পড়ুন: অর্পিতার পর এবার পার্থকেও জেরা করবে ইডি

গরুপাচার মামলায় গত বৃহস্পতিবার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। সিবিআই হেফাজতেই রয়েছেন তিনি। তাঁর মেয়ে সুকন্যা এখন রয়েছেন বোলপুরের বাড়িতেই। অনুব্রতের বিভিন্ন নথিপত্র ঘেঁটে সুকন্যার নামে বেশকিছু সম্পত্তির হদিস পেয়েছে সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সুকন্যার নামে কোম্পানি থাকার প্রমাণও পেয়েছেন গোয়েন্দারা। সেই সূত্রেই সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে অনুমান।

Previous articleঅর্পিতার পর এবার পার্থকেও জেরা করবে ইডি
Next articleবিজেপি শাসিত রাজ্যে ৬ বছরের শিশুকে ধ*র্ষণ