Sunday, November 16, 2025

কম গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব, ‘অপমানে’ ইস্তফা দিলেন গুলাম নবি আজাদ

Date:

কংগ্রেসের(Congress) ‘বিক্ষুব্ধ’ হিসেবেই সাম্প্রতিক সময়ে পরিচিত হয়ে উঠেছেন প্রবীণ নেতা গুলাম নবি আজাদ(Ghulam Nabi Azad)। আর সেই বিরোধিতার আগুন জ্বালিয়ে রেখে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন তিনি। সম্প্রতি জম্মু কাশ্মীরে(Jammu Kashmir) ভোট প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল আজাদকে। তবে দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাখ্যান করলেন তিনি। সেই সঙ্গে জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। জানা গিয়েছে, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এই পদে তাঁকে বহাল করায় অপমানিত বোধ করে সরে গিয়েছেন প্রবীণ নেতা।

দীর্ঘদিন ধরেই কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটিতে রয়েছেন গুলাম নবি আজাদ। নতুন করে তাঁকে শুধুমাত্র জম্মু-কাশ্মীরের ভোট প্রচারের দায়িত্ব দেওয়ার ফলে তাঁর কাজের পরিধি যে কমিয়ে দেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। মনে করা হচ্ছিল, প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত করা হবে তাঁকে। কিন্তু তার বদলে শুধু ভোট প্রচার কমিটির প্রধান পদ দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ তিনি। শুধু তাই নয়, কিছুদিন আগেই আজাদ ঘনিষ্ঠ গুলাম আহমেদ মীরকে জম্মু-কাশ্মীর প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে দলের বিরুদ্ধে সংঘাত ক্রমশ বেড়ে চলেছে আজাদের।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) চিঠি দিয়েছিলেন কংগ্রেসের বিক্ষুব্ধ নেতারা। তার মধ্যে অন্যতম ছিলেন আজাদ। সঠিকভাবে দল পরিচালনা করা হোক, এই আরজি জানিয়েছিলেন তাঁরা। যদিও অতীতের সেই খারাপ বিষয়গুলিকে ভুলে গিয়ে আসন্ন জম্মু-কাশ্মীর নির্বাচনে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কংগ্রেস। ও আর তারই দায়িত্ব দেওয়া হয়েছিল প্রবীণ নেতা গুলাম নবি আজাদকে। তবে সে দায়িত্ব পত্রপাঠ ফিরিয়ে দিলেন তিনি।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version