Sunday, November 9, 2025

কম গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব, ‘অপমানে’ ইস্তফা দিলেন গুলাম নবি আজাদ

Date:

কংগ্রেসের(Congress) ‘বিক্ষুব্ধ’ হিসেবেই সাম্প্রতিক সময়ে পরিচিত হয়ে উঠেছেন প্রবীণ নেতা গুলাম নবি আজাদ(Ghulam Nabi Azad)। আর সেই বিরোধিতার আগুন জ্বালিয়ে রেখে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন তিনি। সম্প্রতি জম্মু কাশ্মীরে(Jammu Kashmir) ভোট প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল আজাদকে। তবে দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাখ্যান করলেন তিনি। সেই সঙ্গে জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। জানা গিয়েছে, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এই পদে তাঁকে বহাল করায় অপমানিত বোধ করে সরে গিয়েছেন প্রবীণ নেতা।

দীর্ঘদিন ধরেই কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটিতে রয়েছেন গুলাম নবি আজাদ। নতুন করে তাঁকে শুধুমাত্র জম্মু-কাশ্মীরের ভোট প্রচারের দায়িত্ব দেওয়ার ফলে তাঁর কাজের পরিধি যে কমিয়ে দেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। মনে করা হচ্ছিল, প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত করা হবে তাঁকে। কিন্তু তার বদলে শুধু ভোট প্রচার কমিটির প্রধান পদ দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ তিনি। শুধু তাই নয়, কিছুদিন আগেই আজাদ ঘনিষ্ঠ গুলাম আহমেদ মীরকে জম্মু-কাশ্মীর প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে দলের বিরুদ্ধে সংঘাত ক্রমশ বেড়ে চলেছে আজাদের।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) চিঠি দিয়েছিলেন কংগ্রেসের বিক্ষুব্ধ নেতারা। তার মধ্যে অন্যতম ছিলেন আজাদ। সঠিকভাবে দল পরিচালনা করা হোক, এই আরজি জানিয়েছিলেন তাঁরা। যদিও অতীতের সেই খারাপ বিষয়গুলিকে ভুলে গিয়ে আসন্ন জম্মু-কাশ্মীর নির্বাচনে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কংগ্রেস। ও আর তারই দায়িত্ব দেওয়া হয়েছিল প্রবীণ নেতা গুলাম নবি আজাদকে। তবে সে দায়িত্ব পত্রপাঠ ফিরিয়ে দিলেন তিনি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version