Sunday, May 4, 2025

ফের ১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার, আদালতে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ED-র

Date:

জামিনের আবেদন খারিজ। ফের ১৪ দিনের জেল হেফাজত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukharjee) একই নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার, শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। কিন্তু সেই আবেদন খারিজ করে পার্থ ও অর্পিতা দুজনেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ইডির (ED) বিশেষ আদালত। তবে এ দিন জামিনের আবেদন করেননি অর্পিতার আইনজীবীরা।

এদিন আদালতে একের পর এক অভিযোগ করেন ইডির আইনজীবী। তাঁদের অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না পার্থ। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল নগদ ও সোনা-রুপা সম্পর্কেও কিছুই বলেননি তিনি। বুধবার জেলে পার্থকে জেরা করে ইডি। জিজ্ঞাসাবাদ করার পর, বয়ানের কাগজ তাঁকে সই করাতে গেলে প্রাক্তন মন্ত্রী নাকি তা ছিঁড়ে ফেলে দেন বলেও আদালতে অভিযোগ ইডির আইনজীবীর।

ইডির তরফে এদিন আদালতে পার্থর ৬০ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ৩০টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে বলে জানানো হয়। পার্থ ঘনিষ্ঠদের নামে একাধিক কোম্পানির হদিশ মিলেছে। বিভিন্ন কোম্পানির নামে টাকা ট্রান্সফার হয়েছে। পার্থর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত ট্রাস্টের নামে মেদিনীপুরে স্কুল, উত্তর ২৪ পরগনার গোবাগাছিতে ফার্ম হাউস রয়েছে।

এদিন, পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার কথা বলে জামিন চেয়েছিলেন পার্থর আইনজীবী। তিনি জানান, তাঁর মক্কেলের হিমোগ্লোবিন কমেছে, ক্রিয়েটিনিন বেড়েছে, শৌচাগারেও যেতে পারছেন না। মেডিক্যাল গ্রাউন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হোক। পাল্টা ইডি-র আইনজীবী বলেন, গ্রেফতার হওয়ার আগে সুস্থ ছিলেন প্রাক্তন মন্ত্রী। এদিক-ওদিক যাচ্ছিলেন। ভুবনেশ্বর AIIMS আগেই জানিয়েছিল, এই বয়সে এমন সমস্যা অস্বাভাবিক নয়। এর আগে শারীরিক অসুস্থতা নিয়ে পার্থ মিথ্যে কথা বলেছিলেন বলে অভিযোগ ইডির। এরপরেই জামিনের আবেদন খারিজ করে পার্থ ও অর্পিতা দুজনেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version