Sunday, November 2, 2025

মন্ত্রিসভার বৈঠকে সতর্ক বার্তা: মন্ত্রীদের পাইলট কার ব্যবহারে রাশ টানার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

মন্ত্রীদের পাইলট কার ব্যবহারে রাশ টানার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, এদিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে। রাজ্যের কোনও মন্ত্রী পাইলট কার (Pilot Car) নিয়ে ঘুরতে পারবেন না। এমনকী, জেলা থেকে কলকাতায় (Kolkata) এলেও পাইলট কার নয়।

এদিন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠকে ছিলেন নব নির্বাচিত মন্ত্রীরাও। বৈঠক থেকে মন্ত্রীদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে নতুন মন্ত্রীদের প্রতি এই বার্তা দেন তিনি। বলেন, প্রতিটি ফাইল ভাল করে পড়ে, বুঝে স্বাক্ষর করতে হবে। সেখানে যেন অতিরিক্ত জায়গা ফাঁকা না থাকে সেটা স্বাক্ষর করার আগে দেখে নিতে হবে।
এতদিন প্রতিমন্ত্রীদের সেরকম কোনও কাজ থাকত না বলে অভিযোগ। এবার থেকে প্রতিমন্ত্রীদের কাজ নির্দিষ্ট করে দেওয়া হবে বলেও মন্ত্রিসভার বৈঠকে জানান মমতা।

মুখ্যমন্ত্রী নিজে কখনওই লালবাতি লাগানো পাইলট কার ব্যবহার করেন না। তাঁর মতে, নেতা-মন্ত্রীরা ভিআইপি ট্রিটমেন্ট নিলে জনসাধারণের সঙ্গে দূরত্ব বাড়ে। এ বার মন্ত্রিসভার বাকি মন্ত্রীদেরও সেই পথে হাঁটারই নির্দেশ দিলেন মমতা। পাইলট কার ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন তিনি।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিল্প ব্যাপক বিস্তার লাভ করছে। ১৮ টি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট ও ৫ টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। ৬০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। ৪০০০ কর্মসংস্থান হবে। তিনি জানান, ২১ হাজার রেশন ডিলারের সহযোগিতায় ৯.২৫ কোটি মানুষকে পরিষেবা দিতে পারছে সরকার। এই কাজটা সম্ভব হয়েছে রেশন ডিলারদের সহযোগিতায়। দুয়ারে রেশন প্রকল্পে রেশন ডিলারদের ৭৫ টাকা প্রতি কুইন্টাল কমিশন দেওয়া হত। এবার থেকে ৫০০০ টাকা করে প্রতি মাসে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version