Saturday, May 3, 2025

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে মুখোমুখি ডোভাল-পাত্রুশেভ, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা

Date:

অঘোষিত রাশিয়া (Russia) সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) যুদ্ধের স্মৃতি এখনও বিশ্ববাসীর মনে টাটকা। সেই আবহেই মঙ্গলবার রাশিয়া পৌঁছেছেন অজিত ডোভাল। আর অজিত ডোভালের এই সফর স্পষ্ট করে দিচ্ছে কৌশলগত ও সামরিক দিক থেকে নয়াদিল্লির (New Delhi) কাছে মস্কোর (Moscow) গুরুত্ব ঠিক কতখানি। প্রবল কূটনৈতিক চাপ সত্ত্বেও কখনোই রাশিয়াকে কোণঠাসা করার পক্ষপাতী নয় নরেন্দ্র মোদি সরকার (Modi Government)। বুধবারই রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের (Nikolai Patrushev) সঙ্গে বৈঠকে বসেন ডোভাল। গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেন-রাশিয়া সংঘাতের পর ডোভাল এবং পাত্রুশেভের মধ্যে এটাই প্রথম ব্যক্তিগত বৈঠক। বৈঠকে আফগানিস্তান (Afghanistan) সহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আলোচনায় উঠে এসেছে বলে জানা গিয়েছে।

তবে ডোভালের সফর বা বৈঠকের বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা (Official Annoncement) করা হয়নি। রাশিয়ার পক্ষ থেকে একটি বিবৃতিতেই নিরাপত্তা পরিষদের সেক্রেটারি পাত্রুশেভ এবং ডোভালের বৈঠকের কথা জানানো হয়েছে। সূত্রের খবর, ডোভাল ও পেত্রুশেভের আলোচনার কেন্দ্রে ছিল আফগানিস্তান ও ইউক্রেন। আফগানভূমে যাতে কোনওভাবেই নিষিদ্ধ কোনও সংগঠনের শক্তি ভারতবিরোধী ষড়যন্ত্র করতে না পারে সেই ব্যাপারে নিশ্চিত হতেই মস্কোর প্রতিপত্তিকে কাজে লাগাতে চায় নয়াদিল্লি। অন্যদিকে রাশিয়ার থেকে ক্রুড ওয়েল (Crude Oil) কিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিকে ভোঁতা করতে পরোক্ষে সাহায্য করবে ভারত। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) ইতিমধ্যে রাশিয়া থেকে অশোধিত তেল কেনার কথা স্পষ্ট করেছেন।

তবে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে এখনও আগের অবস্থানেই স্থির রয়েছে ভারত। ভারত মনে করছে একমাত্র আলোচনার মাধ্যমেই যুদ্ধ পরিস্থিতির সমস্যার সমাধান হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে একের পর এক দেশ রাশিয়ার ওপর বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু ভারত কখনোই মুখ ফিরিয়ে থাকেনি।

আরও পড়ুন- Raju Srivastav: অতি সংকটজনক রাজু শ্রীবাস্তব! চিন্তায় চিকিৎসকরা

 

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version