Thursday, November 13, 2025

ধ*র্ষণ কাণ্ডে শাহনওয়াজ হুসেনের বিরুদ্ধে FIR-এর নির্দেশ, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিজেপি নেতা

Date:

বুধবারই বিজেপি নেতা (BJP) ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী (Central Minister) সৈয়দ শাহনওয়াজ হুসেনকে (Syed Shahnawaz Hussain) রক্ষাকবচ দিতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। ধ*র্ষণের অভিযোগে আদালত হুসেনের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশকে (Delhi Police)। পাশাপাশি তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশও দিয়েছে আদালত। দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের (Supreme Court of India) দ্বারস্থ হলেন শাহনওয়াজ। মামলাটি জরুরি শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা জানিয়েছেন আগামী সপ্তাহেই মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট।

এদিকে বিজেপি নেতার আইনজীবী জানিয়েছেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ মত এফআইআর দায়ের করা হলে অভিযোগকে সত্য বলে ধরে নেওয়া হবে? মামলাটি তদন্তসাপেক্ষ। তাই এভাবে কাউকে অভিযুক্ত বলা যায় না। আইনজীবী আরও জানিয়েছেন, রাজনীতিতে শাহনওয়াজ হুসেনের ৩০ বছরের দীর্ঘ ক্যারিয়ার। এফআইআর দায়ের হলে তাঁর খ্যাতি নষ্ট হবে। আর সেই কারণেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

উল্লেখ্য, দিল্লির বাসিন্দা এক মহিলা ২০১৮ সালের জুন মাসে ট্রায়াল কোর্টে (Trial Court) বিজেপি নেতা শাহনওয়াজ হুসেনের বিরুদ্ধে একটি ধ*র্ষণের মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ওই বছর এপ্রিল মাসে শাহনওয়াজ তাঁকে একটি ফার্মহাউসে ডেকে পাঠিয়েছিলেন। তিনি যেতেই তাঁকে ঠান্ডা পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মিশিয়ে খেতে দেওয়া হয়। তারপর তাঁকে ধর্ষণ করেন শাহনওয়াজ। এমনকি তাঁকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়।

তবে আচমকা বিজেপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কয়েকদিন আগেই বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিলকিস বানো নিজে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন গুজরাত সরকারের এই সিদ্ধান্তে তাঁর বিচার ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে গিয়েছে। এই পরিস্থিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এহেন অভিযোগে বেশ অস্বস্তিতে বিজেপি।

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...
Exit mobile version