Wednesday, August 27, 2025

নিখোঁজকে পরিবারে ফেরালেন তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক, আপ্লুত পরিবার

Date:

পথে সঙ্কটে পড়া মানুষের পাশে বরাবরই দাঁড়ান তিলজলা ট্রাফিক গার্ডের (Traffic Guard) ওসি সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)। নির্ভীকতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। এবার এক নিখোঁজ ব্যক্তিকে বাড়ি পাঠালেন তিনি। ঘটনার সূত্রপাত ১৬ অগাস্ট বিকেল ৫টা নাগাদ। সেই সময় বাসন্তী হাইওয়েতে (Basanti Highway) টহল দিচ্ছিলেন সৌভিক। সেখানে একজন অসুস্থ মধ্যবয়স্ক মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি। রাস্তার উপর পড়ে থাকার কারণে যে কোনও সময় ওই ব্যক্তির দুর্ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কায় সার্জেন্ট সঙ্গীত চৌধুরীর সাহায্যে ওই অসুস্থ ব্যক্তিকে রাস্তার ধারে নিয়ে গিয়ে বসান তিলজলা ট্রাফিক গার্ডের সার্জেন। তাঁকে বিস্কুট ও জল দেন। তারপর প্রৌঢ়কে নিরাপদ জায়গায় রেখে তাঁরা চলে যান।

কিন্তু পরের দিন অর্থাৎ বুধবার ফের ওই প্রৌঢ়কে বাসন্তী হাইওয়েতে লেদার কমপ্লেক্সের কাছে পড়ে থাকতে দেখে সৌভিক। সন্দেহ হওয়া বিষয়টি নিয়ো খোঁজ শুরু করেন তিনি। তবে অসুস্থ ব্যক্তি তাঁর নাম, পরিচয় বা ঠিকানা কিছুই পুলিশকে জানাতে পারেননি। তাঁকে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় (Kolkata Leather Complex Police Station) নিয়ে যায় পুলিশ। খোঁজখবর নিয়ে জানা যায় ওই ব্যক্তি পাটুলির বাসিন্দা। নাম বাবলু সরকার। বয়স বছর আটান্ন। গত ১৩ অগাস্ট তাঁর নামে পাটুলি থানায় একটি নিখোঁজ ডায়েরি (Missing Diary) করা হয়। বৃহস্পতিবার লেদার কমপ্লেক্স থানায় পরিবারের সদস্যদের ডেকে তাঁদের হাতে ব্যক্তিকে তুলে দেওয়া হয়। আর এই মহান উদ্যোগের জন্য তিলজলা ট্রাফিক গার্ডের ওসি-সহ কলকাতা ট্রাফিক পুলিশকে ধন্যবাদ জানায় পাটুলির পরিবারটি।

এর আগে গত বছরের নভেম্বর মাসে পুলিশি টহল চলাকালীন তিলজলা এলাকায় মোটর সাইকেল থেকে উদ্ধার হয় দুই কিশোরী। তাদের হাত বাঁধা অবস্থায় মোটরবাইকের মধ্যে থেকে উদ্ধারের পর তিলজলা থানায় নিয়ে আসে ট্রাফিক পুলিশ। ওই দুই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে পাচারের ছক ছিল দুষ্কৃতীদের। সেই ষড়যন্ত্র বানচাল করে দেন এবং দুই তরুণীকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচান সৌভিক চক্রবর্তী। তাঁর মাধ্যমে ধরা এলাকা ছেড়ে পালানোর পথে ধরা পড়ে এক দুষ্কৃতী। হাসপাতালে পৌঁছন অসুস্থ রোগী। রাস্তায় জন্ম দেওয়া প্রসূতি ও সদ্যোজাত পায় সুচিকিৎসা। এবার আরও একটি পালক যুক্ত হল সৌভিকের কৃতিত্বের মুকুটে।

 

Related articles

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...

চাহিদা অনুযায়ী বিদ্যুৎ-সংযোগ নিন: পুজো উদ্যোক্তাদের পরামর্শ অরূপের, খুলল কন্ট্রোল রুম

পুজোর সময় পুলিশ-প্রশাসনের পাশাপাশি দিনরাত সজাগ থাকে বিদ্যুৎ দফতর। উৎসবের দিনে ছুটি না নিয়েই কাজ করেন দফতরের কর্মীরা।...
Exit mobile version