Monday, November 10, 2025

‘মেয়েদের মত নিজের সঙ্গী বদলান নীতীশ’, বেলাগাম মন্তব্যে বিতর্কে কৈলাস

Date:

“বিদেশে মেয়েরা যেভাবে প্রেমিক বদলায়, নীতীশ কুমারও সেইভাবেই নিজের সঙ্গী বদলান”। সম্প্রতি ইন্দোরে (Indore) সাংবাদিকদের মুখোমুখি (Press Conference) হয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (BJP National General Secretary) কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)।  নীতীশ কুমারের (Nitish Kumar) বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে বিজেপি নেতা যে শব্দ ব্যবহার করেছেন, তা মোটেও সমর্থনযোগ্য নয় বলেই মত রাজনৈতিক মহলের। পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে লিঙ্গবৈষম্যমূলক (Gender Discrimination) মন্তব্যও করেছেন কৈলাস।

বৃহস্পতিবার ইন্দোরে কৈলাস বলেন, আমি যখন বিদেশে গিয়েছিলাম তখন ওখানকার একজন আমাকে বলেছিলেন, আমাদের এখানে মেয়েরা যখন তখন প্রেমিক বদলে নেয়। নীতীশ কুমারও ঠিক সেইরকম। উনি ঠিক বুঝে উঠতে পারেন না কখন কার হাত ধরা উচিত এবং কখন কার হাত ছাড়া উচিত। কৈলাসের এমন মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক। তবে এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে উঠে আসেন বিজয়বর্গীয়। কিছুদিন আগেই অগ্নিবীরদের নিরাপত্তারক্ষী হিসাবে কাজে ব্যবহার করার নিদান দিয়ে বিতর্কে (Controversy) জড়িয়েছিলেন তিনি। এবার নীতীশকে আক্রমণ করতে গিয়ে কার্যত নারী সমাজকেই কলঙ্কিত করার অভিযোগ উঠল বিজেপির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বিহারে নতুন ইনিংস শুরু করেছেন নীতীশ কুমার। গেরুয়া শিবিরকে ব্যাকফুটে ফেলে নীতীশ যে আরজেডির (RJD) হাত ধরছেন সেটা একদমই মেনে নিতে পারছেন না অনেক বিজেপি নেতাই। সেকারণেই অনেক সময় ব্যক্তিগত আক্রমণের মুখে পড়তে হচ্ছে নীতীশ কুমারকে। বিজেপি নেতাদের অভিযোগ, স্রেফ গদির লোভে বিহারের মানুষকে অপমান করছেন সংযুক্ত জনতা দল (JDU) সুপ্রিমো। উল্লেখ্য, ২০২০ সালে এনডিএ-কে ক্ষমতায় এনেছিল বিহারবাসী। কিন্তু বিজেপির হাত ছেড়ে বিশ্বাসঘাতকতা করেছেন নিতীশ। তাই একের পর এক আক্রমণে নীতীশকে কার্যত নাস্তানাবুদ করতে ছাড়ছেন না বিজেপির কোনও নেতা-মন্ত্রীই। সেই তালিকায় এবার যুক্ত হল কৈলাসের নামও।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version