Saturday, November 8, 2025

বাড়ছে চিনা আগ্রাসন, প্যাংগং লেকে শক্তিপ্রদর্শন ভারতীয় সেনার

Date:

লাদাখ, অরুণাচল সীমান্তে চিনের আগ্রাসন উত্তরোত্তর বেড়ে চলেছে। লাদাখে প্যাংগং লেকের(pangong Lake) ওপর সেতু তৈরি করছে ড্রাগন ফৌজ। এহেন পরিস্থিতির মাঝে এবার চিনা সেনাকে কড়া বার্তা দিয়ে প্যাংগংয়ে নিজেদের শক্তি প্রদর্শন করলো ভারতীয় সেনা(Indian army)।

সংবাদ সংস্থা এনআই সূত্রের খবর, চিনকে যোগ্য জবাব দিতে লাদাকে শক্তি বাড়াতে শুরু করেছে ভারতের সেনাবাহিনী। গত মঙ্গলবার প্যাংগং লেকে ‘ল্যান্ডিং ক্রাফট অ্যাসল্ট’ অর্থাৎ জওয়ান বহনে তৈরি বিশেষ জলযানের ক্ষমতা প্রদর্শন করে ফৌজ। এই বোর্ডগুলির একেকটি ৩৫ জন সেনা জওয়ান বহনে সক্ষম। অত্যন্ত দ্রুতগামী এই জলযান তৈরি করা হয়েছে লাদাকের ভৌগোলিক বৈশিষ্ট্যের কথা মাথায় দেখে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরেই এই লেকের পার্শ্ববর্তী কৌশলগত উঁচু জায়গা গুলি দখলের প্রস্তুতি শুরু করেছে চিন। তাদের সে প্রচেষ্টা রুখে দিতে কোমর বাঁধতে শুরু করেছে ভারতীয় সেনাও।

জানা গিয়েছে, চিন প্যাংগং লেকের ওপর দুটি সেতু বানাচ্ছে। যাতে প্রয়োজনে সীমান্ত এলাকায় দ্রুত সেনা পাঠাতে পারে তারা। স্যাটেলাইট ছবিতে সেই দৃশ্য প্রকাশ্যে আসার পর উদ্বেগ বেড়েছে প্রতিরক্ষা মহলে।প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) থেকে ২০ কিলোমিটার দূরে একটি সেতু তৈরির কাজ শেষ করেছে বেজিং। সেই কাজ শেষ হতে না হতেই ফের আরও একটি সেতু তৈরির কাজ শুরু করেছে তারা। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী ওই এলাকায় নিজেদের শক্তি প্রদর্শন করল ভারতীয় সেনা।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version