Tuesday, November 4, 2025

শুক্রবার সকালে শহরে পা রাখলেন লাল-হলুদের দ্বিতীয় বিদেশি অ্যালেক্স লিমা

Date:

শুক্রবার সকালে শহরে পা রাখলেন ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) দ্বিতীয় বিদেশি ফুটবলার অ্যালেক্স লিমা (Alex Lima)। শুক্রবার সকাল আটাটা পনেরো মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। গত মরশুমে জামসেদপুর এফসি-র ( Jamshedpur Fc) হয়ে খেলেছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। এদিন সকালে লিমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন লাল-হলুদ সমর্থকরাও। গত শনিবার সকালে কলকাতায় চলে এসেছিলেন লাল-হলুদের আরেক বিদেশি সাইপ্রাসের ডিফেন্ডার চারালামবস কিরিয়াকউ (Charalambos Kyriakou)।

গত মরশুমে বেশ ভাল খেলেছিলেন লিমা। ওয়েন কোয়েলের তত্ত্বাবধানে গত মরশুমে খেলার পর এবার স্টিফেন কনস্টানটাইনের অধীনে খেলবেন তিনি। গত মরশুমে লিগ শিল্ড জিতেছিল জামশেদপুর। সেই দলে ছিলেন লিমা। ৩৩ বছর বয়সী মিডফিল্ডার অ্যালেক্স লিমা, ৩৫ বছর বয়সী স্ট্রাইকার ক্লেইটন সিলভা ও ব্রাজিলিয়ান স্ট্রাইকার ৩২ বছর বয়সী ইলিয়ান্দ্রোকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। পাশাপাশি দলে রয়েছেন সাইপ্রাসের ডিফেন্ডার চারালামবোস কিরিয়াকউ। একসঙ্গে পাঁচ বিদেশিকে সই করায় লাল-হলুদ।

২৮ আগস্ট এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মুরশুমের প্রথম ডার্বি খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। তার আগে যদিও ডুরান্ড কাপেই আরও দুটি ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল। ২২ আগস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে খেলবে লাল-হলুদ ব্রিগেড। ২৫ আগস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে খেলবে তারা। এর পরেই বাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version