Tuesday, November 11, 2025

নির্বাচনী লড়াইয়ের মাঝেই জন্মাষ্টমীতে সস্ত্রীক মন্দিরে পুজো দিলেন ঋষি সুনক

Date:

Share post:

নির্বাচনী প্রচার, প্রস্তুতি নিয়ে হাজারো ব্যস্ততার মাঝে নিজের শিকড়কে ভুললেন না ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক (Rishi Sunak)। জন্মাষ্টমী (Janmashtami) উপলক্ষে বৃহস্পতিবার সস্ত্রীক মন্দিরে গিয়ে পুজো দিলেন সুনক। পরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) মন্দিরে যাওয়ার সেই ছবি পোস্ট করেছেন তিনি।

 

এদিন জন্মাষ্টমীর পুজো দিয়ে সুনক লিখেছেন, আমার স্ত্রী অক্ষতাকে নিয়ে ভক্তিবেদান্ত মানোর মন্দিরে (Bhakti Vedanta Mono Temple) গিয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষেই মন্দিরে গিয়েছিলাম আমরা। ছবিতে দেখা যাচ্ছে, হরে কৃষ্ণ লেখা উত্তরীয় পরে হাতজোড় করে রয়েছেন সুনক দম্পতি। উল্লেখ্য, নির্বাচনী প্রক্রিয়ায় বরাবর এগিয়ে থাকলেও লড়াইয়ের শেষ দিকে এসে পিছিয়ে পড়েছেন ঋষি। বিশেষজ্ঞদের মতে, ঋষির পক্ষে ভোটে জেতা প্রায় অসম্ভব। তবুও হাল ছাড়তে নারাজ ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ। আর সেই কারণেই এদিন জন্মাষ্টমীর পুণ্য তিথিতে শ্রী কৃষ্ণের (Sri Krishna) আরাধনা করে নিজের জন্য প্রার্থনা করলেন সুনক। তবে নির্বাচনের মুখে দাঁড়িয়ে ভারতীয় সংস্কৃতিকে (Indian Culture) মনে করা এবং মন্দিরে গিয়ে পরোক্ষে প্রচার করা সুনকের পক্ষে শাপে বর হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী পদ থেকে বরিস জনসন (Boris Johnson) ইস্তফা দেওয়ার পরই পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নাম উঠে আসে ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনকের। চূড়ান্ত পর্বে তাঁর প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাস (Liz Truss)। আপাতভাবে লিজের দিকেই বেশি সমর্থন থাকলেও, হার মানতে নারাজ ঋষি সুনকও। আগামী ৫ সেপ্টেম্বর ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের (UK PM Race) ফলপ্রকাশ হবে। তার আগে শেষ মুহূর্তে প্রচারে কোনও খামতি রাখছেন না দুই পদপ্রার্থীই।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...