ফিরে এল ২৬/১১ স্মৃতি। মুম্বই হামলার (Mumbai Attack) স্টাইলে এবার হামলা হল সোমালিয়ায় (Somalia)। সূত্রের খবর , মোগাদিশুরে চারতলা হায়াত হোটেলে (Hayat Hotel) নিষিদ্ধ সংগঠনের হামলায় ৩ জন নিরাপত্তা রক্ষী সহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মোগাদিশুরের হোটেলের চার তলা বিল্ডিং থেকে নাগারে গুলিবর্ষণ করছেন হামলাকারীরা। ইতিমধ্যেই সোমালিয়ার সেনাবাহিনী (Somalian Army) হোটেলে প্রবেশ করার চেষ্টা করছে। আহত হয়েছেন গোয়েন্দা প্রধান।

অনেকেই মনে করছেন ২৬/১১ এর মুম্বই হামলার ধাঁচেই এই পরিকল্পনা। ২০০৮ সালে ২৬ শে নভেম্বর আচমকা বাণিজ্য নগরীতে হামলা চালায় এক নিষিদ্ধ সংগঠন। মুম্বাইয়ের তাজ হোটেলকে টার্গেট করেছিল তাঁরা। পাশাপাশি রেলস্টেশন থেকে শুরু করে হাসপাতাল সর্বত্রই হামলা চালানো হয়েছিল। সোমালিয়ার ঘটনা সেই ২৬/১১ এর স্মৃতিকেই উসকে দিচ্ছে । ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে সোমালিয়ার হোটেলে। একনাগাড়ে গুলি চালিয়ে যাচ্ছেন হামলাকারীরা। প্রশাসনের তরফ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
