Monday, August 25, 2025

পুজোর আগেই রাজ্যে বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ করার নির্দেশ স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

করোনা সংক্রমণ(Corona Virus) আগের চেয়ে কমলেও দুশচিন্তা পিছু ছাড়ছে না। এরই মাঝে রাজ্যে শুরু হচ্ছে পুজো মরসুম। সেদিকে নজর রেখেই তৎপর হয়ে উঠল রাজ্যের স্বাস্থ্য দফতর। পুজোর আগেই রাজ্যের সমস্ত যোগ্য প্রাপককে কোভিড টিকার বুস্টার ডোজ(Buster Dose) দেওয়ার কাজ শেষ করতে হবে বলে স্বাস্থ্য দফতর(Helthh Ministry) নির্দেশ দেওয়া হল। শনিবার রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পৌরহিত্য এ এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব সহ দফতরের অন্যান্য আধিকারিক,সব জেলাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকেরা।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে ছয় কোটির বেশি মানুষ প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন যার মধ্যে ১কোটি ২১লক্ষ ৬৫ হাজার মতো মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। বাকি ৫কোটির বেশি মানুষের এখনও পর্যন্ত এই বুস্টার ডোজ বকেয়া রয়েছে। তাঁরা যাতে পুজোর আগেই বুস্টার ডোজ পান তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আশা কর্মীদের এই কাজে নিযুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের দেওয়া টাকা সেপ্টেম্বর মাসের মধ্যে নির্দিষ্ট খাতে খরচ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, নতুন আশা কর্মীদের নিয়োগের প্রক্রিয়া পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ করতে হবে।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সে ক্ষেত্রে জেলাগুলিকে নির্দিষ্ট পরিকল্পনা করে সেপ্টেম্বর মাসের মধ্যেই যাতে বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ করা যায় সেই বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয় বলেই সূত্রের খবর। এর আগেও মুখ্য সচিব করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করার সময় বুস্টার ডোজ ৩১ সেপ্টেম্বরের মধ্যে নেওয়ার কাজ শেষ করার নির্দেশ দেন। তারপরেও একাধিক জেলায় ডোজ নেওয়ার আগ্রহ তেমন একটা দেখা যায়নি বলেই সূত্রের খবর। সে ক্ষেত্রে জেলাগুলি যাতে নির্দিষ্ট পরিকল্পনা করে প্রচার কর্মসূচির মাধ্যমে বুস্টার ডোজ নেওয়ার প্রবণতা বাড়াতে পারে, তার জন্যই এই দিনের বৈঠকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...