Wednesday, August 27, 2025

বদ্রু বন্দ‍্যোপাধ‍্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ‍্যমন্ত্রীর

Date:

প্রয়াত প্রাক্তন ফুটবলার ও অলিম্পিয়ান বদ্রু বন্দ‍্যোপাধ‍্যায় (Badru Banerjee)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বেশ কয়কদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর নেতৃত্বে ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে ভারতীয় ফুটবল দল সেমিফাইনালে পৌঁছেছিল। তাঁর প্রয়াণে শোকের ছায়া ফুটবল জগতে। শোকপ্রকাশ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের (Mamata Banerjee)। টুইট করে শোকবার্তা দেন মুখ‍্যমন্ত্রী।

এদিন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লেখেন,তারকা ফুটবলার সমর (বদ্রু) বন্দ‍্যোপাধ‍্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ১৯৫৬ সালে মেলবোর্নে সামার অলিম্পিক্সে  জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। এছাড়া মোহনবাগান, বালি প্রতিভা ক্লাব, বেঙ্গল নাগপুর রেলওয়ে দলেও খেলেছিলেন। অংশ নিয়েছেন ডুরান্ড কাপ, কলকাতা ফুটবল লিগ, আইএফএ শিল্ড, রোভার্স কাপে। তাঁর জনপ্রিয়তা ছিল অতুলনীয়।”

এরপাশাপাশি মুখ‍্যমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকার ২০১৬-১৭ সালে তাঁকে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করে। তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি সমর (বদ্রু)  বন্দ‍্যোপাধ‍্যায়ের পরিবার-পরিজন ও  অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

এদিন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জানান হয় বদ্রু বন্দ‍্যোপাধ‍্যায়কে। ময়দানের বদ্রু বন্দ‍্যোপাধ‍্যায়কে শ্রদ্ধা জানায় ইস্টবেঙ্গল ক্লাব এবং মহামেডান স্পোর্টিং ক্লাব।

বদ্রু বন্দ‍্যোপাধ‍্যায়ের মৃত্যুতে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ” উনি মোহনবাগান রত্ন। মোহনবাগানের একজন স্তম্ভ ছিলেন। রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ভীষনভাবে ওনাদের পাশে ছিলেন। ২৮ তারিখের পরে আমরা একটি স্মরণসভা আয়োজন করব ওনার স্মৃতির উদ্দেশে।”

আরও পড়ুন:চোট সারিয়ে ভারতীয় দলে ফিরলেন ঝুলন

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version