Thursday, May 15, 2025

আর কিছুক্ষণের মধ্যেই গরুপাচার (Cow Smuggling Case) মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আসানসোলের বিশেষ সিবিআই (CBI) আদালতে পেশ করা হবে। আজ সকালে অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেস (Nizam Palace) থেকে বের করে নিয়ে সোজা নিয়ে যাওয়া হয় আলিপুরের কমান্ড হাসপাতালে (Alipore Comand Hospital)। সেখানেই স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে নিয়ে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজই। তাই অনুব্রত মণ্ডলকে ফের আসানসোলের বিশেষ আদালতে পেশ করতে চলেছে সিবিআই। স্বাস্থ্য পরীক্ষার জন্য এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়ে নিজের সম্পত্তি নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। তিনি স্পষ্ট জানান সিবিআই যতই বলুক তার কোনও বেনামি সম্পত্তি নেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে বলা হয়েছে, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল।সিবিআই (CBI) সূত্রে দাবি, তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত। আজ তাঁকে ফের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে সিবিআই, বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

অন্যদিকে, আজ যখন স্বাস্থ্য পরীক্ষার জন্য নিজাম প্যালেস থেকে অনুব্রত মণ্ডলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি স্পষ্ট দাবি করেন তার কাছে কোন বেনামি সম্পত্তি নেই। অনুব্রত এদিন সকালে বলেন সিবিআই যাই বলুক না কেন তিনি তদন্তে যথেষ্ট সহযোগিতা করেছেন। এখন আদালত কী সিদ্ধান্ত জানায় সেটাই দেখার।

Related articles

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...
Exit mobile version