Saturday, August 23, 2025

আকস্মিক বন্যা ও ভূমিধসে ‘বেহাল’ হিমাচল প্রদেশ: মৃত ৬, আশঙ্কাজনক কমপক্ষে ১৩

Date:

একদিকে লাগাতার বৃষ্টি (Continuous Rain), তারওপর ভূমিধসের (Landslide) জোড়া ফলায় বানভাসি হিমাচল প্রদেশের (Himachal Pradesh) একাধিক জেলা। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ইতিমধ্যেই রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আরও ১৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদিকে আগামী ২৫ অগাস্ট পর্যন্ত হিমাচল প্রদেশে ভূমিধসের সতর্কতা (Alert) জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে পর্যটনেও (Tourism)।

হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম রমেশ (Jairam Ramesh) মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে আপদকালীন তৎপরতায় এনডিআরএফ (NDRF) উদ্ধারকাজ চালাচ্ছে। ইতিমধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছে হিমাচল প্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাও। মান্ডি জেলার একাধিক বাড়ি ও দোকানে নদীর জল ঢুকে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কাংড়ায় জলের তোড়ে ভেঙে পড়েছে চাক্কি রেল সেতু। হড়পা বানের জেরে বন্ধ রাখা হয়েছে বৈষ্ণোদেবী (Vaishno Devi) যাত্রাও।

ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে বাঘি থেকে পুরনো কোটালা এলাকায় বসবাসকারী বহু পরিবার ঘরছাড়া (Homeless) হয়েছে। এরমধ্যেই কাশান গ্রামে একটি বাড়ি ভেঙে পরিবারের ৬ সদস্যের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে এখনও তাঁদের দেহ উদ্ধার করা যায়নি। কাংড়ার ডেপুটি কমিশনার ডাঃ নিপুন জিন্দাল জানিয়েছেন, পর্যটক এবং এলাকাবাসীদের কোনওরকমভাবে নদী ও জলাশয়ের কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভূমিধস হতে পারে এমন এলাকা থেকে সবাইকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে। এছাড়া শিক্ষা দফতরের অধিকর্তাদের ইতিমধ্যেই স্কুলগুলিতে অনলাইন ক্লাস শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version