Thursday, August 28, 2025

ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় প্রভাবশালী দলীয় নেতাকে বহিষ্কার বিজেপির

Date:

ব্রাহ্মণদের(Brahman) নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দলের প্রভাবশালী নেতাকে বহিষ্কার করলো মধ্যপ্রদেশ বিজেপি। মধ্যপ্রদেশের(Madhya Pradesh) ওই বিজেপি নেতার(BJP Leader) নাম প্রীতম সিং লোধি(Pritam Singh Lodhi)। সম্প্রতি সোশ্যাল মিডিয়া তাঁর একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। যেখানে ব্রাহ্মণদের বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে ওঠেন তিনি। তার অভিযোগ, ‘ধর্মের নামে মানুষকে বোকা বানাচ্ছে ব্রাহ্মণরা’। তাঁর এই বক্তব্যের জন্য প্রথমে ভোপালে বিজেপির সদর দফতরে ডেকে পাঠানো হয় ওই নেতাকে। এরপর তাঁকে বহিষ্কার করার পাশাপাশি প্রাথমিক সদস্য পদ কেড়ে নেওয়া হয়।

গত বুধবার রানি অবন্তীবাই লোধির জন্মবার্ষিকী উপলক্ষে গোয়ালিয়র-চম্বল অঞ্চলে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলে প্রীতম। সেখানে রাজ্যের মেধাবী পড়ুয়াদের সম্মানিত করা হচ্ছিল। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিজেপি নেতা বলেন, ব্রাহ্মণরা মানুষের অর্থ আর সম্পত্তি হাতিয়েই ধনী হয়েছে। তাঁর কথায়, “ভাল পরিবারের সুন্দরী মেয়েদের দেখলে ব্রাহ্মণরা তাঁদের বাড়িতে খেতে যেতে চান। তাঁরা তরুণীদের সামনে বসিয়ে বর্ষীয়ান মহিলাদের পিছনের আসনে বসতে বাধ্য করেন।”

ব্রাহ্মণদের নিয়ে এহানো মন্তব্যের পরই ওই নেতার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে রক্ষণশীল গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের বিজেপি সম্পাদক ভগবানদাস সাবনানি বলেন, “বিজেপি নেতা প্রীতম লোধি একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছেন যা দলের দৃষ্টিভঙ্গির বিপরীত। তাঁর মতামতের সঙ্গে দল কখনওই একমত নয়। লোধিকে ডেকে পাঠিয়ে নোটিস দেওয়া হয়েছে। উনি লিখিত ভাবে ক্ষমা চেয়েছেন। কিন্তু দল তাতেও সন্তুষ্ট না হওয়ায় ওঁকে আগামী ৬ বছরের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version