Monday, November 10, 2025

চিকিৎসককে চড় মুখ্যমন্ত্রীর কন্যার, ভাইরাল ভিডিও!

Date:

তিনি আর পাঁচজন সাধারণ মানুষ নন। মুখ্যমন্ত্রীর কন্যা (Daughter of Chief Minister) বলে কথা। সে এক অন্যরকম দাপট। চলন-বলনের পাশাপাশি একটু এদিক-ওদিক করলেই তার পরিণতি যে কি ভয়ঙ্কর (Dangerous) হতে পারে তার নিদর্শন দেখল দেশবাসী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, চিকিৎসকের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। সপাটে ঘুষি চালান মুখে। এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে। পরিস্থিতি সামাল দিতে আসরে নেমে সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চাইতে হয় মুখ্যমন্ত্রী বাবাকে।

এমন কাণ্ড ঘটিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন মিজোরামের (Mizoram) মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার (Zoramthanga) একমাত্র কন্যা। চিকিৎসককে দেখাতে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের (Appointment) ধার ধারেননি তিনি। সোজা চলে যান চিকিৎসকের কাছে। চিকিৎসক অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তাঁকে দেখতে অস্বীকার করায় বাধে বিপত্তি। চিকিৎসককে হুমকি দিয়ে গায়ে হাত তুললেন মিজোরামের মুখ্যমন্ত্রীর কন্যা মিলারি ছাংতে (Milari Chhangte)।

এরপরই ঝামেলা মেটাতে রবিবার আসরে নামেন খোদ মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। গোটা ঘটনার জন্য তিনি জনতার কাছে ক্ষমা চান। ইনস্টগ্রামে এই সংক্রান্ত একটি পোস্টও করেন তিনি। নিজের হাতে লেখা সেই ক্ষমাপত্রে মুখ্যমন্ত্রী জানান, আইজলে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে মেয়ে যে আচরণ করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। তিনি আরও লেখেন, কোনওভাবেই এই কাজকে সমর্থন করা যায় না।

মিজোরামের মুখ্যমন্ত্রীর মেয়ে মিলারি ছাংতে চিকিৎসককে হেনস্থা করেন গত বুধবার। ওই দিন কোনওরকম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আইজলের (Aizawl) একটি ক্লিনিকে হাজির হন তিনি, জনৈক চর্মরোগ বিশেষজ্ঞকে (Dermatologist) দেখাবেন বলে। কিন্তু ওই চিকিৎসক সাফ জানিয়ে দেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মিলারিকে দেখবেন না। তাঁকে দেখাতে হলে অন্য রোগীদের মতোই আগেভাগে নাম লিখিয়ে আসতে হবে। এতেই রেগে আগুন হন মুখ্যমন্ত্রী কন্যা। চিকিৎসককে উদ্দেশ্য করে চলে এলোপাতাড়ি চড়-থাপ্পড়। এরপরই ঘটনায় মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবারকে কাঠগড়ায় তুলে সরব হয় সব মহল। স্যোসাল মিডিয়ায় শুরু হয় আক্রমণ। অন্যদিকে শনিবার চিকিৎসক হেনস্থার প্রতিবাদে কালো ব্যাজ পড়ে প্রতিবাদে সামিল হয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) মিজোরাম শাখা।

আরও পড়ুন- বিকলাঙ্গ নবজাতকের দ্রুত চিকিৎসায় নতুন পোর্টাল চালু রাজ্যের


Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...
Exit mobile version