Monday, November 10, 2025

বিকলাঙ্গ নবজাতকের দ্রুত চিকিৎসায় নতুন পোর্টাল চালু রাজ্যের

Date:

নয়া উদ্যোগ। এবার রাজ্যে শিশু মৃত্যুর হার কমাতে এবং বিকলাঙ্গ শিশুর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে নতুন একটি পোর্টাল চালু করল রাজ্য সরকার। নতুন পোর্টালের নাম ‘জাতকসেবা’। নবজাতকের জন্মগত শারীরিক ত্রুটি থাকলে তা সংশ্লিষ্ট পোর্টালে নথিভুক্ত করা হবে এবং দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি বিভিন্ন জেলার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এক বৈঠকে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম দ্রুত এই পোর্টাল চালু করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

জানা গিয়েছে, কয়েকমাস আগে ডায়মণ্ডহারবার ও দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলায় পরীক্ষামূলক ভাবে এই পোর্টাল চালু করা হয়েছিল। এবার রাজ্যের সমস্ত জেলার সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই পোর্টাল চালু হতে চলেছে। দফতর সূত্রে আরও জানা গিয়েছে, সদ্যজাতকে নিয়মমাফিক পরীক্ষা করবেন নিউনেটাল বিভাগের চিকিৎসক। শিশুর কোনও ত্রুটি বা রোগ থাকলে তা নথিভুক্ত করা হবে পোর্টালে। এমনকি ওজন কম থাকলেও তা নথিভুক্ত করা হবে। ওই পোর্টালে বিস্তারিত ভাবে উল্লেখ থাকবে শিশুর মায়ের নাম, ঠিকানা সবকিছুই।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, পরবর্তীকালে সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নবজাতককে রোগমুক্ত করা হবে। স্বাস্থ্য দফতেরর নির্দেশ, নবজাতকের জন্ম বা রোগী মৃত্যু হলে নাম নথিভুক্ত করতে হবে মাতৃমা পোর্টালে। আদৌ নিয়মমাফিক কাজ হচ্ছে কি না, তা জানতে জেলাশাসকদের সারপ্রাইজ ভিজিট করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ‘হামলার’ অভিযোগে উপাচার্যকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল, দিলেন ‘অপরাধী’ তকমাও


Related articles

যন্তরমন্তরে গুলি চালিয়ে আত্মহত্যার অভিযোগ! তদন্তে দিল্লি পুলিশ

সোমবার যন্তরমন্তরে (Jantan Montar) ভয়াবহ কাণ্ড! সকাল ৯টা নাগাদ প্রকাশ্যে গুলি করে আত্মঘাতী (Suicide) হলেন এক ব্যক্তি। যন্তরমন্তর...

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...
Exit mobile version